• গণ্ডারের খড়্গ পাচারের চেষ্টা, সাত বছর কারাদণ্ডের নির্দেশ দিল বিচারক
    বর্তমান | ৩০ অক্টোবর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: গণ্ডারের খড়্গ পাচারের চেষ্টায় দোষীকে সাজা শোনাল জলপাইগুড়ি সিজেএম আদালত। দুই দোষীর মধ্যে একজনকে সাত বছর কারাদণ্ডের নির্দেশ দেন বিচারক। সঙ্গে জরিমানা দিতে হবে এক লক্ষ টাকাও। অপর ব্যক্তির মৃত্যু হয়েছে বিচারাধীন অবস্থাতেই। দোষীর থেকে প্রাপ্ত জরিমানার অর্ধেক বন দপ্তরের যে টিম অভিযান চালিয়েছিল, তাদের মধ্যে ভাগ করে দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারক।মামলার সরকারি আইনজীবী মৃন্ময় বন্দ্যোপাধ্যায় বলেন, "মামলাটি রুজু হয় ২০২৪ সালের ১ এপ্রিল। জলদাপাড়া বন বিভাগের লঙ্কাপাড়া রেঞ্জের এক অফিসার মামলা রুজু করেন। বন দপ্তরের হেফাজতে থাকা দুই অভিযুক্তকে নিয়ে অভিযান চালিয়ে বানারহাট এলাকা থেকে গণ্ডারের একটি খড়্গ উদ্ধার করেন বনকর্মীরা। পরে অভিযুক্তরা স্বীকার করে, গণ্ডারের ওই খড়গটি পাচারের জন্য সেখানে লুকিয়ে রেখেছিল তারা। এরপরই ওই দুজনের বিরুদ্ধে মামলা রুজু করা হয়। সেই থেকে অভিযুক্তরা জেল হেফাজতে রয়েছে। মামলায় ছ'জন সাক্ষ্য দেন আদালতে। আজ জলপাইগুড়ি জেলা আদালতের সিজেএম মামলায় একজনকে সাত বছর কারাদণ্ডের নির্দেশ দেন। অন্যজন বিচার প্রক্রিয়া চলাকালীন মারা যায়।
  • Link to this news (বর্তমান)