অয়ন ঘোষাল: পার্কস্ট্রিট হোটেল বক্স খাট খুনের ঘটনায় গ্রেফতার ২। খুনের পর ভিন রাজ্যে পালায় ২ যুবক। কলকাতা পুলিসের ARS-এর হাতে গ্রেফতার হয়। মৃত রাহুল লাল-এর দুই সঙ্গী গ্রেফতার। ধৃত শশীকান্ত বেহেরা এবং সন্তোষ বেহরাকে বুধবার ওড়িশার সম্বলপুর থেকে কলকাতায় আনবে লালবাজার গুণ্ডা দমন শাখা।
খাস কলকাতায় পার্ক স্ট্রিটের মতো অভিজাত এলাকায় রফি আহমেদ কিদওয়াই রোডে একটি যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য তৈরি হয়। চলতি মাসের ২২ তারিখ চেক ইন করেন তিনি। সঙ্গে কয়েকজন ছিলেন। তবে যুবকের নামে চেক ইন করা হয়নি বলেই জানা গিয়েছে। তারপর তাঁর সঙ্গীরা রুম থেকে চলে যান। তবে একদিন পেরিয়ে গেলেও যুবককে দেখা যায়নি। রুম থেকে কোনও সাড়াও পাওয়া যাচ্ছিল না। শুক্রবার সকালে হোটেলের কর্মীরা দরজা খুলতেই পচা গন্ধ পান। বক্স খাট খুলতেই মেলে দেহ।
খুনের পর যাতে কোনও প্রমাণ পুলিস না পায় তা নিশ্চিত করতে চেয়েছিল অততায়ীরা। সম্ভবত বেড শিট দিয়ে শ্বাসরোধ করে খুন করা হয়,সেই বেশ শিট সঙ্গে করে নিয়ে গিয়েছে আততায়ীরা। হোটেলের মধ্যে খাওয়া মদের বোতল ও সিগারেটের বাডস গুলো পর্যন্ত নিয়ে গেছে দুষ্কৃতিরা। ভুল আধার কার্ড দিয়ে হোটেলে রেজিস্ট্রেশন করা হয়। অভিযুক্ত দেড় সিসিটিভি সূত্র ধরে শনাক্ত করার চেষ্টা পুলিসের। হোটেলে ঢোকার আগেও তিনজন একসঙ্গে মদ্যপান করে বলে জানতে পারে পুলিস।