• রামমন্দিরের পর এবার সীতামন্দির! বিহার জিততে জানকী শরণে শাহ
    প্রতিদিন | ৩০ অক্টোবর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অযোধ্যায় যেমন ভব্য রামমন্দির তৈরি হয়েছে, তেমনই বিহারের সীতামারিতে তৈরি হবে সীতা-মায়ের ভব্য মন্দির। ভোটমুখী বিহারে ফের ঘোষণা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিহারের সীতামঢ়িতে দাঁড়িয়ে অমিত শাহর দাবি, অযোধ্যায় রাম মন্দির তৈরি হয়ে গিয়েছে। এবার সীতামাতার সম্মান ফেরানোর পালা।

    কথিত আছে, বিদেহরাজ জনকের রাজধানী ছিল মিথিলায়। জনকপুরেই হলকর্ষণের সময় উঠে এসেছিলেন সীতামাতা। তাঁকে কন্যা হিসেবে গ্রহণ করেন জনক। বিদেহ রাজ্য ছিল আজকের পূর্ব বিহার থেকে নেপাল পর্যন্ত। জনকপুর এখন নেপালেই অবস্থিত। কিন্তু যেখানে সীতার আবির্ভাব সেই স্থানই আজকের সীতামঢ়ি হিসেবে গণ্য করা হয়। তাই সীতামঢ়িকেই সীতামাতার জন্মস্থান হিসাবে গণ্য করা হয়। এই মিথিলাঞ্চল এবং সীতামঢ়ি-সহ গোটা বিহারেই সীতামাতাকে ঘিরে আলাদা আবেগ কাজ করে। বিহারের ভোটের মুখে সেই ধর্মীয় আবেগকে কাজে লাগাতেই সম্ভবত সীতা মন্দির নিয়ে এত উদ্যোগী গেরুয়া শিবির।

    মাস কয়েক আগেই অমিত শাহ ঘোষণা করেছিলেন, রামচন্দ্রের জন্মস্থানে যেমন মন্দির নির্মাণ হয়েছে, তেমনই সীতার আবির্ভাবস্থলেও হবে নতুন মন্দির। সীতামঢ়িতে সীতামাতার যে মন্দির রয়েছে, সেটিকেই সংস্কার করে বিরাট আকারে গড়ে তোলা হবে। যার খরচ ধরা হয়েছে হাজার কোটি টাকা। মাস কয়েক আগেই সীতামারিতে জানকী মন্দিরের শিলান্যাস হয়েছে। শিলা স্থাপন, ভূমি পুজো, আরতি, হোমযজ্ঞ সবই হয়েছে। মন্দির নির্মাণের কাজও হয়েছে। সে অর্থে দেখতে গেলে এই মন্দিরের ঘোষণা নতুন কিছু নয়। কিন্তু ভোটের বাজারে ফের হাওয়া গরম করলেন শাহ।

    অমিত শাহ বিহারের সভা থেকে বলে গেলেন, “বহু বছর ধরে প্রভু রামকে তাঁবুতে থাকতে হয়েছে। তৃণমূল, বিজেপি, সমাজবাদী পার্টি, কেউই চায়নি রামমন্দির হোক। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ক্ষমতায় আসার পর রাম মন্দির তৈরি হয়েছে।” শাহের ঘোষণা, “রাম মন্দির তৈরি হয়েছে, এবার পালা মিথিলায় সীতা মন্দিরের উদ্বোধনের। শুধু তাই নয়, সীতা মাতা যেখানে যেখানে গিয়েছেন, সব জায়গাকে রামপথের সঙ্গে যুক্ত করা হবে।”
  • Link to this news (প্রতিদিন)