ছট নিয়ে জলঘোলা, দিল্লির ‘নকল যমুনাতে’ও ডুব দিতে পারলেন না মোদি, তোপ বিরোধীদের
প্রতিদিন | ৩০ অক্টোবর ২০২৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ডুব দেবেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেজন্য যমুনার ধারে যমুনার আদলেই আলাদা করে তৈরি হয়েছিল ছোট জলাশয়। যার সঙ্গে মূল যমুনা নদীর বা যমুনার দূষিত জলের কোনও সম্পর্ক ছিল না। সেই খবর প্রকাশ্যে আসতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ছট পুজো এবং সূর্যার্ঘ্যের অনুষ্ঠান বাতিল করেছেন, এমনটাই অভিযোগ বিরোধীদের।
সামনে বিহারের ভোট। সম্ভবত সেকারণেই এবার ছটপুজোয় যমুনায় সূর্যার্ঘ্য দেওয়ার কথা ভেবেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সরকারিভাবে প্রধানমন্ত্রীর সেই পরিকল্পনার কথা ঘোষণা না করা হলেও বিজেপি সূত্র তেমনটাই বলছিল। মঙ্গলবার অনুষ্ঠানটি হওয়ার কথা ছিল দিল্লির বাসুদেব ঘাটে। এ জন্য তৈরি হয়েছিল একটি কৃত্রিম জলাশয়। যমুনার ধারেই ওই জলাশয় তৈরি করেছিল দিল্লি সরকার। আসলে দিল্লির বিজেপি সরকার ক্ষমতায় আসার পর যমুনাকে দূষণমুক্ত করার দাবি জানালেও কার্যক্ষেত্রে সেটা করে উঠতে পারেনি। তাই দূষণ থেকে বাঁচতে ওই ‘নকল যমুনা’ তৈরি করা হয়।
কিন্তু মোদির সেই ‘নকল যমুনায়’ স্নানের আগেই পুরো বিষয়টি প্রকাশ্যে চলে আসে। এমনকী সোশাল মিডিয়ায় নকল এবং আসল যমুনাকে পাশাপাশি রেখে বেশ কিছু ভিডিও-ও ভাইরাল হয়ে যায়। রাজনৈতিক মহলে জল্পনা, দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার সরকার দূষণ পরিস্থিতি আড়াল করতে যে কৃত্রিম ব্যবস্থা নিয়েছিল, তা প্রকাশ্যে আসায় বিজেপি নেতৃত্ব বিব্রত। বিশেষত, নদীর দূষণ নিয়ে সরকারের ব্যর্থতা ও পরিবেশের প্রতি অবহেলা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। সেকারণেই শেষ মুহূর্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ছটপুজোর পরিকল্পনা বাতিল করেন।
যা নিয়ে একযোগে প্রধানমন্ত্রী তথা বিজেপিকে তোপ দেগেছে আপ ও কংগ্রেস। আপ নেতা সৌরভ ভারদ্বাজ বলছেন, “যেভাবে দিল্লির রেখা গুপ্তর সরকার নকল যমুনা তৈরি করেছে, তাতে বিজেপির শীর্ষ নেতৃত্ব লজ্জিত। ভাবুন বিহার ভোটের এক সপ্তাহ আগে এভাবে ছট বাতিল করতে হল মোদিকে। এটা বিহারবাসীর অপমান।” লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী বলছেন, “সাধারণ বিহারীদের দূষিত যমুনার জলে ছটপুজো করতে হচ্ছে, আর মোদি ডুব দেবেন নিজের সুইমিং পুলে! আসলে প্রধানমন্ত্রীর যমুনার সঙ্গেও কোনও সম্পর্ক নেই, ছটের সঙ্গেও কোনও সম্পর্ক নেই। তিনি শুধু আপনাদের ভোট চান।” বিরোধী দলনেতার অভিযোগ, “ভোটের জন্য প্রধানমন্ত্রী সব করতে পারেন। আপনি যদি বলেন, মঞ্চে উঠে নাচলে মোদিকে ভোট দেবেন, তিনি সেটাই করবেন।”