শুভ অনুষ্ঠানে মাত্র ৩টি গয়না পরতে পারবেন বিবাহিতারা! কেন আজব নিয়ম জারি দেশের এই গ্রামে?
প্রতিদিন | ৩০ অক্টোবর ২০২৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিয়েবাড়ি বা পারিবারিক কোনও অনুষ্ঠানে বিবাহিতা মহিলারা ক’টা গয়না পরবেন, কতটা ভারী বা হালকা গয়না পরবেন, তা ঠিক করে দিচ্ছে উত্তরাখণ্ডের কান্ধার গ্রামের কর্তারা। জৌনসার-বাওয়ার এলাকার আদিবাসী অধ্যুষিত এই গ্রামের মানুষের মধ্যে শ্রেণি বৈষম্য কমানোর লক্ষ্যেই এমন পদক্ষেপ করার কথা ঠিক হয়েছে গ্রামের মানুষের বৈঠকে। নীতি নির্ধারণকারী কমিটির বক্তব্য, বিয়ে একটি পবিত্র অনুষ্ঠান, গয়না দেখিয়ে শো-অফ করা মঞ্চ নয়।
গ্রামটির স্বঘোষিত নিজস্ব নিয়ম অনুযায়ী, যে কোনও বিয়েবাড়ি বা পারিবারিক অনুষ্ঠানে বিবাহিত মহিলারা শুধুমাত্র তিনটি করে সোনার গয়না পরার অনুমতি পাবেন। এর মধ্যে একটি নাকের নথ, এক জোড়া কানের দুল ও মঙ্গলসূত্র। বাকি সমস্ত ভারী গয়না বা বাড়িতে থাকা বাড়তি গয়না পরে অনুষ্ঠানে আসা কঠোরভাবে নিষিদ্ধ। কান্ধার গ্রামের এক প্রবীণ ব্যক্তি বলেন, “সোনার দাম বাড়তে বাড়তে এখন এতটাই বেড়েছে যে গরিব পরিবারের ধরা ছোঁয়ার বাইরে। বাকিদের সঙ্গে পাল্লা দিয়ে সোনার গয়না কিনতে গিয়ে বহু পরিবার দেনায় ডুবে যায়। সঞ্চয়ের সব টাকা শেষ করে ফেলে।”
কান্ধার গ্রামের মানুষও কমিউনিটি কমিটির এই নিয়মকে স্বাগত জানিয়েছে। বাসিন্দারা বিশ্বাস করেন যে সমাজে প্রকৃত সমতা শুধুমাত্র ‘দেখানো’ সংস্কৃতির প্রাচীর ভেঙে ফেলার মাধ্যমেই অর্জন করা যেতে পারে। কমিটির কর্তারা আরও জানান, গয়না পরায় এই অনুশাসন জারির লক্ষ্য হল সবাই মিলে যাতে একসঙ্গে সাধারণভাবে জীবনযাপন করতে পারে। অপ্রয়োজনীয় খরচ কমানো, ধনী ও দরিদ্রের মধ্যে বৈষম্য কমানো ও সামাজিক সংহতি বজায় রাখার কথাও বলেন তাঁরা।