• ‘আপনাদের সন্তানদের জন্য মুখ্যমন্ত্রী-প্রধানমন্ত্রীর পদ ফাঁকা নেই’, লালু-সোনিয়াকে তোপ শাহর
    প্রতিদিন | ৩০ অক্টোবর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাখির চোখ বিহার ভোট। ফের পরিবারতন্ত্রের অভিযোগ এনে আরজেডি এবং কংগ্রেসকে তোপ দাগলেন অমিত শাহ। এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মন্তব্য করেন, লালপ্রসাদ যাদব ছেলেকে বিহারের মুখ্যমন্ত্রী করতে চান, সোনিয়া গান্ধী চান তাঁর ছেলে দেশের প্রধানমন্ত্রী হবেন। আমি জানাতে চাই যে বিহারের মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর পদ খালি নেই।

    এদিন ভোটপ্রচারে বিহারের দ্বারভাঙায় দলীয় সভায় ভাষণ দেন অমিত শাহ। সেখানে তিনি বলেন, “বিহার বিধানসভা নির্বাচনের বিজেপি অনেক তরুণকে টিকিট দিয়েছে। আরজেডি এবং কংগ্রেস কিন্তু দেয়নি। লালুজি তাঁর ছেলে তেজস্বী (যাদব)-কে মুখ্যমন্ত্রী করতে চান এবং সোনিয়াজি চান তাঁর ছেলে রাহুল (গান্ধী)-কে প্রধানমন্ত্রী হোন। আমি তাঁদের জানাতে চাই যে দু’টি পদই খালি নেই।” এখানেই না থেমে প্রতিপক্ষ দুই দলের বিরুদ্ধে দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগ আনেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, লালু যাদব পশুখাদ্য, বিটুমিন এবং চাকরির বিনিময়ে জমি কেলেঙ্কারিতে জড়িত ছিলেন। অন্যদিকে কংগ্রেস প্রায় ১২ লক্ষ কোটি টাকার দুর্নীতিতে যুক্ত বলে অভিযোগ করেন শাহ।

    এদিকে ভোটমুখী বিহারে পা রেখেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কার্যত বেনজির ভাষায় ব্যক্তিগত আক্রমণ করেছেন রাহুল গান্ধী। লোকসভার বিরোধী দলনেতা বলেন, “ভোটের জন্য সব করতে পারেনি প্রধানমন্ত্রী। এমনকী মঞ্চে উঠে নাচতেও পিছপা হবেন না তিনি।”

    মুজফফরপুরে মহাজোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্বী যাদবের সঙ্গে যৌথ জনসভায় রাহুল বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভোটের জন্য সব করতে পারেন।” দিল্লিতে ছটপুজোয় যমুনার জল ব্যবহার নিয়ে যে বিতর্ক হচ্ছে, সেই বিতর্ক উসকে দিয়েছেন রাহুল। অভিযোগ, উঠেছে দিল্লিতে ছটপুজো উপলক্ষে যমুনায় ডুব দেওয়ার নাটক করেছেন মোদি। আসলে তাঁর জন্য বিশেষ পুকুর তৈরি করা হয়েছিল। যদিও বিষয়টি প্রকাশ্যে আসার পর আর ওই ‘নকল’ যমুনার জলে ডুব দেননি মোদি। প্রধানমন্ত্রীর ওই অনুষ্ঠান বাতিল করা হয়েছে।
  • Link to this news (প্রতিদিন)