হরিয়ানায় নাবালিকাকে অপহরণের পর ‘গণধর্ষণ’! ফের প্রশ্নের মুখে বিজেপি শাসিত রাজ্যের নারী নিরাপত্তা
প্রতিদিন | ৩০ অক্টোবর ২০২৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নাবালিকাকে অপহরণ করে গণধর্ষণের অভিযোগ উঠল চার যুবকের বিরুদ্ধে। মঙ্গলবার চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে হরিয়ানার ফরিদাবাদে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, গত রবিবার রাত সাতটা নাগাদ নাবালিকা বাজারে গিয়েছিলেন। অভিযোগ, দীর্ঘক্ষণ কেটে গেলও সে বাড়ি ফেরেনি। তখন সন্দেহ হয় পরিবারের। এরপরই তাঁর খোঁজে শুরু হয় তল্লাশি। নাবালিকার দিদির দাবি, পরদিন ভোর সাড় চারটে নাগাদ নির্যাতিতা বাড়ি ফেরে। গোটা ঘটনাটি তার পরিবারকে জানায়। নাবালিকার অভিযোগ, বাজার যাওয়ার পথে চার যুবক তাকে অপরহরণ করে। গাড়িতে করে তাকে একটি ফাঁকা এলাকায় নিয়ে যায়। এরপরই গাড়ি থেকে টেনে-হিঁচড়ে বের করে তাকে গণধর্ষণ করে। নির্যাতিতার অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করে পুলিশ। অজ্ঞাত পরিচয় ওই চার যুবকের বিরুদ্ধে লিখিত অভিযোগও দায়ের করা হয়েছে। তবে এখনও পর্যন্ত তাদের কোনও হদিশ পাওয়া যায়নি। ঘটনাটির জেরে ফের প্রশ্নের মুখে পড়ল বিজেপি শাসিত রাজ্যের নারী নিরাপত্তা।
পুলিশ আধিকারিক বিষ্ণু মিত্তর বলেন, “নির্যাতিতা জবানবন্দি দেওয়ার মতো অবস্থায় নেই। আমরা ঘটনাস্থলের আশপাশে থাকা সমস্ত সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছি। অভিযুক্তদের শীঘ্রই গ্রেপ্তার করা হবে।”