• মামলার চার্জ গঠনে দেরি কেন? বিচারে দ্রুততা আনতে ‘গাইডলাইনে’র ভাবনা সুপ্রিম কোর্টের
    প্রতিদিন | ৩০ অক্টোবর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এদেশে বিচার ব্যবস্থার বিলম্ব নতুন কথা না। এই অবস্থায় ফৌজদারি অপরাধের মামলায় চার্জ গঠনের সময়সীমা বেঁধে দিতে আগ্রহী সুপ্রিম কোর্ট। এর জন্য একটি ‘গাইডলাইন’-এর ভাবনাও রয়েছে শীর্ষ আদালতের। যা গোটা দেশেই মানতে হবে। এই পদ্ধতিতে ভিত্তিতে আইনি প্রক্রিয়া, বিশেষ করে ফৌজদারী অপরাধের চার্জ গঠনের দ্রুততা আনতে চাইছে বিচার বিভাগ।

    বুধবার মামলা ওঠে বিচারপতি অরবিন্দ কুমার এবং বিচারপতি এনভি অঞ্জরিয়ার বেঞ্চে। বিহারে ডাকাতি এবং খুনের চেষ্টায় এক অভিযুক্তের জামিনের আর্জির শুনানি চলছিল এজলাসে। অভিযুক্ত আমন কুমার প্রায় দুই বছর ধরে জেলবন্দি। তিনি দাবি করেন, বিচার প্রক্রিয়ার জন্য অনন্তকাল ধরে জেলে আটকে থাকতে পারেন না। জানা গিয়েছে, গত বছরের আগস্ট মাস থেকে গ্রেপ্তার হন আমন। সেপ্টেম্বরে চার্জশিট দেয় পুলিশ। যদিও আমনের দাবি, তাঁকে মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে। এরপর জামিনের আবেদন করেন তিনি। যদিও একে নিম্ন আদালত এবং হাই কোর্টে অভিযুক্তের জামিনের আবেদন খারিজ হয়। এরপর তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন।

    এই মামলার ক্ষেত্রে অভিযুক্তের বিরুদ্ধে চার্জ গঠনে দেরি হচ্ছে বলেই মনে করছে আদালত। দুই বিচারপতির বেঞ্চ প্রশ্ন তোলে, “অভিযোগ গঠনে বছরের পর বছর সময় লাগবে কেন? দেওয়ানি মামলায় জরুরি বিষয়গুলির স্পষ্টিকরণ না করা এবং ফৌজদারি মামলায় অভিযোগ গঠন না করা…। আমরা জানতে চাই অসুবিধা কোথায়… নচেত সারা দেশের সমস্ত আদালতের জন্য নির্দেশনা (গাইডলাইন) জারি করব। আমরা তা করার প্রস্তাবও করছি।” এই কাজে সুপ্রিম কোর্টকে সাহায্য করার জন্য একজন আইনজীবীকে নিযুক্ত করার কথাও বলেন বিচারপতিরা।
  • Link to this news (প্রতিদিন)