• বন্ধ পাকিস্তানের আকাশসীমা, ঘুরপথে গিয়ে ৫ মাসে বিপুল ক্ষতি এয়ার ইন্ডিয়ার
    প্রতিদিন | ৩০ অক্টোবর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত মে মাসে অপারেশন সিঁদুরের পর ভারত-পাকিস্তান দু’দেশই পরস্পরের জন্য আকাশসীমা বন্ধ রেখেছে। এর জেরে সমস্যায় পড়েছে ভারতীয় বিমান সংস্থাগুলি। মূলত ইউরোপ এবং আমেরিকায় যাওয়ার জন্য ঘুরপথে যেতে হচ্ছে বিমানগুলিকে। ফলে আর্থিক ক্ষতি হচ্ছে সংস্থাগুলির। বিষয়টি নিয়ে এবার মুখ খুলল এয়ার ইন্ডিয়া। এয়ার ইন্ডিয়ার সিইও ক্যাম্পবেল উইলসন জানিয়েছেন, পাকিস্তানের আকাশসীমা বন্ধ থাকায় গত ৫ মাসে তাদের প্রায় ৪ হাজার কোটি ক্ষতি হয়েছে।    

    বুধবার দিল্লিতে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন এয়ার ইন্ডিয়ার সিইও। তিনি বলেন, “পাকিস্তানের আকাশসীমা বন্ধ থাকায় ইউরোপ এবং আমেরিকাগামী বিমানগুলিকে ঘুরপথে যেতে হচ্ছে। ফলে বেশি পরিমাণে জ্বালানি লাগছে। তাই খরচও বাড়ছে। গত পাঁচ মাসে বিমানসংস্থার প্রায় ৪ হাজার কোটি টাকা ক্ষতি হয়েছে। শুধু তাই নয়, ঘুরপথে যাওয়ার কারণে গন্তব্যে পৌঁছতে সময়ও বেশি লাগছে।” এয়ার ইন্ডিয়ার দাবি, বিমান প্রতি ৬০ থেকে ৯০ ঘণ্টা সময় এখন অতিরিক্ত লাগছে।    

    উল্লেখ্য, দুই দেশের আকাশসীমায় ভারত ও পাকিস্তানের মধ্যে এই সংঘাতের সূত্রপাত পহেলগাঁও হামলাকে কেন্দ্র করে। পহেলগাঁওয়ে হামলার পর ২৩ এপ্রিল ভারতের জন্য পাক আকাশসীমা বন্ধ করে দেওয়া হয়। এর পালটা পদক্ষেপ করে ভারতও। এরপর দুই দেশের মধ্যে সামরিক সংঘাত ও সংঘর্ষবিরতি ঘটলেও আকাশসীমায় নিষেধাজ্ঞা প্রত্যাহার হয়নি।
  • Link to this news (প্রতিদিন)