১ নভেম্বর থেকে ব্যাঙ্কের নিয়মে বিরাট বদল, জেনে নিন কী কী সুবিধা পাবেন
প্রতিদিন | ৩০ অক্টোবর ২০২৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১ নভেম্বর থেকে বদলে যাচ্ছে ব্যাঙ্কের বেশ কিছু নিয়ম। আগেই এই বিষয়ে ঘোষণা করেছিল কেন্দ্রের অর্থ মন্ত্রক। ঠিক কোন কোন নিয়মে বদল আসছে?
কেওয়াইসি:
কেওয়াইসির নিয়ম বদল হচ্ছে। এবার থেকে ‘ঝুঁকিহীন অ্যাকাউন্ট’-এর ক্ষেত্রে ১০ বছর অন্তর কেওয়াইসি আপডেট করতে হবে। অল্প ঝুঁকি থাকা অ্যাকাউন্টে ৮ বছর অন্তর এবং যে অ্যাকাউন্টে অতিমাত্রায় ঝুঁকি থাকে, সেই অ্যাকাউন্টে ২ বছর অন্তর কেওয়াইসি আপডেট করতে হবে। এবার থেকে ব্যাঙ্কগুলিকে নিজেদেরই কেওয়াইসি আপডেট করতে হবে। থার্ড পার্টির মাধ্যমে কেওয়াইসি আপডেট করানো যাবে না।
নমিনি সংক্রান্ত নিয়ম:
বড় বদল এসেছে নমিনির নিয়মে। অতীতে কোনও ব্যাঙ্ক অ্যাকাউন্টে সর্বাধিক দু’জন নমিনি যোগ করা যেত। এবার নতুন নিয়মে প্রতি অ্যাকাউন্টে চারজন করে নমিনি যোগ করা যাবে। এতে অ্যাকাউন্টে রাখা টাকার নিয়ন্ত্রণ আরও সহজ হবে বলেই মনে করা হচ্ছে। নতুন নিয়মে ব্যাঙ্কগুলি নমিনির মোবাইল নম্বর ও ইমেল আইডি জমা রাখবে। এর ফলে অ্যাকাউন্ট হোল্ডারের মৃত্যু হলে বা কোনও জরুরি পরিস্থিতিতে নমিনির সঙ্গে দ্রুত যোগাযোগ করা সম্ভব হবে।
লকার সংক্রান্ত নিয়ম:
নয়া নিয়মে লকার নিয়ে দায় বাড়ল ব্যাঙ্কগুলির। এবার থেকে যদি ব্যাঙ্কের লকারে রাখা কোনও জিনিস চুরি হয় বা ক্ষতিগ্রস্ত হয়, তাহলে ব্যাঙ্ক ওই লকার ভাড়ার ১০০ গুণ পর্যন্ত ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকবে।
সিবিল স্কোর:
সিবিল স্কোর ভালো করার জন্য পেমেন্ট ও ডিফল্ট এবার থেকে প্রতি মাসের ১৫ তারিখে দেখা যাবে। আগে ৯০ দিন অন্তর তা দেখা যেত।
সাইবার প্রতারণা বিষয়ক:
‘ডিজিটাল অ্যারেস্ট’ এবং অন্য পদ্ধতিতে দেশে সাইবার প্রতারণা বেড়েই চলেছে। এই অবস্থায় গ্রাহক সুবিধার্থে নতুন নিয়ম আনছে ব্যাঙ্ক। কোনও গ্রাহক যদিও সাইবার প্রতারণার শিকার হন এবং তিনদিনের মধ্যে ব্যাঙ্ককে এই বিষয়ে অবগত করেন। এরপরও ব্যাঙ্ক যদিও কোনও পদক্ষেপ না করে, তবে ওই ব্যাঙ্কটি গ্রাহককে ২৫ হাজার টাকা জরিমানা দিতে বাধ্য় থাকবে।
ব্যাঙ্কিং আইন (সংশোধন) ২০২৫-এর অধীনে ১ নভেম্বর থেকে এই নতুন নিয়মগুলি কার্যকর হবে গোটা দেশে। এক বিবৃতিতে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া জানিয়েছে, গ্রাহকদের লেনদেনে আরও স্বচ্ছতা, স্বাধীনতা ও নিয়ন্ত্রণ আনতেই নতুন নিয়ম আনা হচ্ছে।