সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পহেলগাঁওয়ে পাকিস্তানের সন্ত্রাসবাদী হামলা এবং জবাবে ভারতের অপারেশন সিঁদুরের পরে তলানিতে ঠেকেছে ভারত-পাক সম্পর্ক। সম্পর্কে উত্তেজনার আঁচ পৌঁছে গেছে খেলার মাঠেও। এই আবহেই এবার প্রায় ২১০০ শিখকে ভিসা দিয়েছে পাকিস্তান। দিল্লিতে অবস্থিত পাক হাই কমিশন এই খবর জানিয়েছে।
আগামী মাসে শুরু হচ্ছে গুরু নানক জয়ন্তী। জানা গিয়েছে, এই ধর্মীয় অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য প্রায় দুই হাজার ১০০ জন ভারতীয় শিখকে পাকিস্তানের ভিসা দেওয়া হয়েছে। এক্স হ্যান্ডেলের পোস্টে পাক হাই কমিশন জানিয়েছে, ‘বাবা গুরু নানক দেবের জন্মজয়ন্তী উদযাপনের জন্য ভারত থেকে আসা ২১০০ জনের বেশি শিখ তীর্থযাত্রীদের ভিসা দিয়েছে নয়াদিল্লির পাকিস্তান হাই কমিশন।’
প্রতিবছর নানকজয়ন্তীতে পাকিস্তানের শিখ ধর্মীয় স্থানগুলিতে প্রতিনিধিদল যায় ভারত থেকে। এই মাসের শুরুতেই এই শিখ ‘জাঠা’গুলিকে পাকিস্তান যাওয়ার অনুমতি দেয় ভারত সরকার। এই সিদ্ধান্তকে স্বাগত জানান দিল্লির মন্ত্রী মনজিন্দর সিং সিরসা। দ্বিপাক্ষিক সম্পর্কের টানাপোড়েন সত্ত্বেও এই সফরের সুযোগ করে দেওয়ার জন্য প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সাম্প্রতিক বছরগুলিতে, কর্তারপুর করিডোর ধর্মীয় আদান-প্রদানের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। ২০১৯ সালে কর্তারপুর সাহেবে শিখ তীর্থযাত্রীদের ভিসা-মুক্ত ভ্রমণের ব্যবস্থা করা হলেও বড় জাঠাগুলি সাধারণ প্রোটোকল ব্যবস্থার মাধ্যমেই ভ্রমণ করে। এই বছর, ভক্তদের যাওয়া আসা সুষ্ঠু ভাবে করার জন্য অতিরিক্ত সতর্কতা অবলম্বন করছে ভারত। ভারত ও পাকিস্তান দুই সরকারই আসন্ন তীর্থযাত্রার জন্য নিরাপত্তা ব্যবস্থার দিকে নজর রাখছে।