কাটোয়ার বিজেপি নেত্রীর অশ্লীল ভিডিও ভাইরাল! গ্রেপ্তার বজরং দলের কর্মী
প্রতিদিন | ৩০ অক্টোবর ২০২৫
ধীমান রায়, কাটোয়া: পেশায় আইনজীবী বজরং দলের কর্মীর কীর্তি! কাটোয়ার এক বিজেপি নেত্রীর অশালীন ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়ার অভিযোগ। গ্রেপ্তার রাজেশ সাহা নামে গেরুয়া শিবিরেরই সংগঠনের সক্রিয় সদস্য। কাটোয়া থানার পুলিশ উত্তর ২৪ পরগণার বারাসতের আনন্দনগর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করেছে। পুলিশ জানিয়েছে, ধৃতের বাড়ি উত্তর ২৪ পরগনারই অশোকনগরে। বুধবার কাটোয়া আদালতে তোলা হলে বিচারক রাজেশের তিনদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন।
বিজেপির পূর্ব বর্ধমানের কাটোয়া সাংগঠনিক জেলা সম্পাদক পদে থাকা ওই নেত্রীর ছবি সামাজিক মাধ্যমে মাসচারেক আগে ছড়িয়ে পড়ে। সেটি ‘বর্ধমান বাঁচাও’ নামে একটি ফেসবুক গ্রুপে পোস্ট হওয়ার পরই নজরে পড়ে নেত্রীর। এরপরেই তিনি পুলিশের দ্বারস্থ হয়ে অভিযোগ করেন, অশালীন ভিডিওতে তাঁর মুখের ছবি বসিয়ে ছড়ানো হয়েছে। পুলিশের তরফে সাইবার ক্রাইম বিভাগে তদন্তের জন্য পাঠানো হয় সেটি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, যে স্মার্টফোন থেকে নেত্রীর কুরুচিকর ভিডিও পোস্ট করা হয়, সেটি রাজেশের। এরপর তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
তদন্তকারীদের দাবি, ধৃত রাজেশ তাঁর মোবাইল থেকেই ওই অশালীন ভিডিও পোস্ট হওয়ার কথা স্বীকার করেছেন। পুলিশ মোবাইলটি পুলিশ বাজেয়াপ্ত করেছে। সেটি ফরেনসিক তদন্তের জন্য ল্যাবরেটরিতে পাঠানো হবে। পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান, পূর্ব বর্ধমানের কোনও নেতা বা কর্মীর সঙ্গে যোগাযোগ রয়েছে রাজেশের। সেখান থেকেই নেত্রীর ছবি পান তিনি। বিজেপি নেত্রী বলেন, ‘‘আমি রাজেশ সাহাকে আগে চিনতাম না। ধরা পড়ার পর ওর নাম জানতে পারলাম। কী উদ্দেশ্যে সে আমার সঙ্গে শত্রুতা করে এই ধরনের নোংরা কাজ করেছে, আমার সঠিক জানা নেই। তবে এর পিছনে আরও মাথা কাজ করছে। আমি চাই যথাযথ তদন্ত করে পুলিশ উপযুক্ত ব্যবস্থা নিক।’’