ব্রেক-আপের কথা শুনেই সঙ্গীর সঙ্গে ঘনিষ্ঠ ছবি ফাঁস সমকামী যুবকের! বসিরহাটে হট্টগোল
প্রতিদিন | ৩০ অক্টোবর ২০২৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বেশ কয়েকদিন ধরে মতপাথর্ক্য! সম্পর্ক থেকে বেরিয়ে আসার কথা বলেছিলেন সঙ্গী! বিবাদের জেরে সমকামী সঙ্গীর ঘনিষ্ঠ মুহূর্তের ছবি সোশাল মিডিয়ায় ভাইরাল করে দেন যুবক! সেই ঘটনায় সমকামী যুবককে গ্রেপ্তার করল স্বরূপনগর থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত যুবকের নাম সুমন বিশ্বাস। বয়স ২৪ বছর। তিনি বসিরহাটের স্বরূপনগর থানার চারঘাট গ্রাম পঞ্চায়েতের মেদিয়া এলাকার বাসিন্দা। এই সুমনের সঙ্গে সমকামিতার সম্পর্ক ছিল উত্তর ২৪ পরগণার বারাকপুর মহকুমার বেলঘরিয়ার বাসিন্দা বছর ২৫ এর সৌভিক সর্দারের। তাঁরা একাধিকবার ঘনিষ্ঠ মুহূর্ত কাটিয়েছেন। তা ক্যামেরাবন্দিও করা ছিল।
বেশ কয়েকদিন আগে সুমনের সঙ্গে সৌভিকের মতপার্থক্য দেখা দেয়। ফলে সুমন সম্পর্ক ছিন্ন করে দেওয়ার কথা বলে। অভিযোগ একথা জানার পর সোশাল মিডিয়ায় ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ভাইরাল করে দেওয়ার হুমকি দিতে থাকে সৌভিক। তারপরই ছবিগুলি সোশাল মিডিয়ায় পোস্ট করে দেন তিনি। সুমন বিষয়টি নিয়ে স্বরূপনগর থানার দ্বারস্থ হন। লিখিত অভিযোগ জানান থানায়। তারপরই বেলঘরিয়া থেকে ওই যুবককে গ্রেপ্তার করে স্বরূপনগর থানার পুলিশ। বুধবার ধৃতকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয়েছে।