• অতিরিক্ত উপার্জনের চেষ্টায় দুর্ঘটনা! চেন্নাইয়ে মৃত্যু বাংলার পরিযায়ী শ্রমিকের
    প্রতিদিন | ৩০ অক্টোবর ২০২৫
  • সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: ফের বাংলার পরিযায়ী শ্রমিকের মৃত্যু। এবার কাজের খোঁজে চেন্নাইতে গিয়ে দুর্ঘটনায় প্রাণ হারালেন ওই ব্যক্তি। জানা গিয়েছে, নিহতের বাড়ি সাগরে।

    এবার, চেন্নাইতে কাজে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক পরিযায়ী শ্রমিকের। মৃতের নাম শ্রমিক লক্ষীকান্ত বেরা। তাঁর বয়স ৪২ বছর। জানা গিয়েছে, তিনি সাগরদ্বীপের মন্দিরতলা খেয়াঘাট এলাকার বাসিন্দা ছিলেন।

    মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, ছয় মাস আগে সাগর থেকে চেন্নাইতে রাজমিস্ত্রির কাজ করতে গিয়েছিলেন ওই ব্যক্তি। রাজমিস্ত্রির কাজের পাশাপাশি বেশি উপার্জনের আশায় লক্ষীকান্ত বেরা ট্রাক থেকে পাথর নামানোর কাজও করতেন। ট্রাক থেকে সেই পাথর নামানোর সময়ই মঙ্গলবার রাতে দুর্ঘটনাটি ঘটে।

    জানা গিয়েছে, একটি বড় পাথর এসে পড়ে তাঁর উপর। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই ওই শ্রমিককে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। বুধবার ওই শ্রমিকের মৃত্যুর খবর গ্রামে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়েন পরিবার ও পরিজনেরা। দুর্ঘটনায় লক্ষীকান্তর মৃত্যুর খবরে শোকাহত মৃতের প্রতিবেশীরাও।

    প্রসঙ্গত, কিছুদিন আগেই বাংলার আরেক পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে উত্তরপ্রদেশে। কানপুরের রেললাইনের ধার থেকে উদ্ধার হয় বীরভূমের বাসিন্দা প্রতীক হেমব্রমের দেহ। তাঁর দেহে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া যায়। অনুমান করা হচ্ছে কেউ বা কারা তাঁকে পিটিয়ে খুন করেছে। এই ঘটনা প্রকাশ্যে আসতেই সরব হয়েছে তৃণমূল। শাসকদলের অভিযোগ, যোগীর জঙ্গলরাজে বাঙালি বিদ্বেষের জেরেই হত্যা করা হয়েছে বীরভূমের যুবককে।
  • Link to this news (প্রতিদিন)