• ডায়ালিসিস করে ফেরার পথে বাইকে ধাক্কা লরির! নিহত খড়গপুরের প্রাক্তন পুরপ্রধানের ছেলে
    প্রতিদিন | ৩০ অক্টোবর ২০২৫
  • অংশুপ্রতিম পাল, খড়গপুর: উৎসবের মাঝেই বিষাদের সুর খড়গপুরে। জাতীয় সড়কে দুর্ঘটনায় মৃত্যু হল দুই বাইক আরোহির। একজনকে আশঙ্কাজনক অবস্থায় কলকাতার এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয়। ট্রমা সেন্টারে ভর্তি করার পরেও শেষ রক্ষা হয়নি।

    জানা গিয়েছে বুধবার সকালে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে খড়গপুরের প্রাক্তন পুরপ্রধান জহরলাল পালের বড় ছেলে নির্মল পালের। তাঁর বয়স হয়েছিল ৫২ বছর। একই ঘটনায় মৃত্যু হয়েছে আসীম দাস বলে অপর এক যুবকের। তাঁর বাড়ি খড়গপুর পুরসভার ৩৩ নম্বর ওয়ার্ডের তালবাগিচা এলাকায়। একই ঘটনায় মৃত্যু হয়ে বাইক চালক অসীম ওরফে বুবাই দাসের।

    তালবাগিচা এলাকার বাসিন্দা ৩৮ বছরের আসীম দাস মেদিনীপুর থেকে ফিরছিলেন। তাঁর সঙ্গে ছিলেন ডেকরেটর ব্যবসায়ী নির্মল পাল। নির্মলকে ডায়ালিসিস করিয়ে খড়গপুরের বাড়িতে ফিরছিলেন আসীম। কংসাবতী নদীর উপর মেদিনীপুর ও খড়গপুর শহরের সংযোগকারী বীরেন্দ্র শাসমল সেতু পার হওয়ার পরেই পেছন থেকে একটি লরি সজোরে ধাক্কা মারে বাইকে।

    এই ধাক্কার দু’জনেই ছিটকে পড়েন রাস্তায়। সেই সময় সেখানে কর্মরত এক সিভিক ভলান্টিয়ার লরিটিকে আটকানোর চেষ্টা করেন। লরি ফেলে রেখেই পালায় চালক। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় খড়গপুর গ্ৰামীণ থানার পুলিশ। আশঙ্কাজনক অবস্থায় দু’জনকেই মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই অসীম দাসকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক।

    আশঙ্কাজনক অবস্থায় খড়গপুরের প্রাক্তন পুরপ্রধান জহরলাল পালের বড় ছেলে নির্মল পালকে কলকাতার এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে ট্রমা সেন্টারে ভর্তি করা হয়। সেখানেই রাত আটটা নাগাদ তাঁর মৃত্যু হয়। ঘটনার খবর পেয়ে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে যান তৃণমূলের মেদিনীপুর সাংগঠনিক জেলার সভাপতি এবং বিধায়ক সুজয় হাজরা, খড়গপুর সদরের বিধায়ক দিনেন রায়, খড়গপুরের প্রাক্তন পুরপ্রধান তথা মেদিনীপুর খড়গপুর উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান প্রদীপ সরকার। সঙ্গে ছিলেন মৃত নির্মল পালের বাবা খড়গপুরের প্রাক্তন পুরপ্রধান জহরলাল পাল, ভাই যুব নেতা অসিত পাল-সহ আরও অনেকে। পুলিশ জানিয়েছে পলাতক লরি চালকের সন্ধানে তল্লাশি শুরু হয়েছে।
  • Link to this news (প্রতিদিন)