• খুলল না এসি লোকালের দরজা! গোবরডাঙা স্টেশনে দাঁড়াল না ট্রেন, ক্ষুব্ধ নিত্যযাত্রীরা
    প্রতিদিন | ৩০ অক্টোবর ২০২৫
  • অর্ণব দাস, বারাসত: গোবরডাঙা স্টেশনে খুলল না এসি লোকালের একটিও দরজা। যাত্রীরা না নামতে পারলেও ঠাকুরনগরের দিকে এগিয়ে গেল শিয়ালদহ-বনগাঁ ভায়া রানাঘাট এসি লোকাল ট্রেন। বুধবার সন্ধ্যায় এই বিপত্তির জেড়ে চূড়ান্ত ক্ষুব্ধ নিত্যযাত্রীরা। যদিও পরে অবশ্য গোবরডাঙা স্টেশনে ফিরিয়ে আনা হয় ট্রেনটিকে।

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শিয়ালদহ থেকে সন্ধ্যা ৬টা ১৪মিনিটে বনগাঁ ভায়া রানাঘাট এসি লোকাল ট্রেনটি প্রতিদিন সন্ধ্যা ৭টা ৩৫মিনিটে গোবরডাঙা স্টেশনে দাঁড়ায়। এদিনও সময়মত গোবরডাঙা স্টেশনে থামলেও ট্রেনের একটি গেটও খোলেনি বলে অভিযোগ। বেশ কিছুক্ষণ প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকার পরে ফের ট্রেনটি রওনা দেয় ঠাকুরনগরের দিকে। এনিয়ে যাত্রীদের মধ্যে আতঙ্ক বাড়ে।

    ট্রেনে কর্তব্যরত আরপিএফ ও কর্মীরা লোকো পাইলটের সঙ্গে যোগাযোগ করলে ঠাকুরনগর ও গোবরডাঙার মাঝে থামানো হয় ট্রেনটিকে। তারপরে সন্ধ্যা ৭টা ৫৭মিনিটে এসি লোকালকে ফিরিয়ে আনা হয় গোবরডাঙা স্টেশনে। কমবেশি ৩০মিনিট দেরিতে ট্রেন থেকে নেমে এনিয়ে ক্ষোভ উগরে দেন যাত্রীরা। যদিও এনিয়ে রেলের তরফে জানানো হয়েছে, এসি লোকাল ট্রেনের একটি কম্পার্টমেন্টে গেট সমস্যার কারণে না খোলার কথা বলা হয়েছে।

    উল্লেখ্য, পুজোর আগে শিয়ালদহ-বনগাঁ শাখায় এসি লোকাল চলাচল শুরু হয়। ওই ট্রেনই আবার বনগাঁ থেকে যায় রানাঘাটে। শিয়ালদহ থেকে যাত্রা করে বিধাননগর ও দমদম স্টেশনে প্রথমে এই ট্রেন থামে। তারপর দমদম ক্যান্টনমেন্ট, মধ্যমগ্রাম, বারাসত, দত্তপুকুর, হাবরা, গোবরডাঙা, ঠাকুরনগর স্টেশনে থামে। শিয়ালদহ-কৃষ্ণনগর শাখায় শিয়ালদহ স্টেশন থেকে যাত্রা শুরু করে বিধাননগর, দমদম স্টেশনে এই ট্রেন থামে। এরপর বেলঘড়িয়া, সোদপুর, খড়দহ, বারাকপুর, শ্যামনগর, নৈহাটি, কাঁচরাপাড়া, কল্যাণী, চাকদহ, রানাঘাট স্টেশনে থামে। শিয়ালদহ থেকে বনগাঁ এসি লোকালে দমদম ক্যান্টনমেন্ট পর্যন্ত ভাড়া ৩৫ টাকা। মধ্যমগ্রাম ও বারাসত ৬০ টাকা, দত্তপুকুর ৮৫ টাকা, হাবরা ৯০ টাকা, গোবরডাঙা ও ঠাকুরনগর পর্যন্ত ভাড়া ১০৫ টাকা। শিয়ালদহ থেকে বনগাঁ পর্যন্ত এসি লোকালের ভাড়া ১২০ টাকা। শিয়ালদহ থেকে বেলঘরিয়া পর্যন্ত এসি লোকালের যাত্রীপিছু ভাড়া ৪০ টাকা। শিয়ালদহ থেকে সোদপুর, খড়দহ, বারাকপুর পর্যন্ত ভাড়া ৬০ টাকা। শ্যামনগর ৮৫ টাকা, নৈহাটি ৯০ টাকা, কাঁচরাপাড়া ও কল্যাণী ৯৫ টাকা, চাকদহ ১০৫ ও রানাঘাট ১২০ টাকা ভাড়া। শিয়ালদহ থেকে কৃষ্ণনগর সিটি জংশন পর্যন্ত ভাড়া ১৪০ টাকা। তুলনামূলক বেশি ভাড়া হওয়া সত্ত্বেও পরিষেবা নিয়ে ক্ষুব্ধ যাত্রীরা।
  • Link to this news (প্রতিদিন)