কলকাতায় প্রথম নাস্তিক সম্মেলন, কুসংস্কারমুক্ত ভারত গড়তে উদ্যোগী নাস্তিক মঞ্চ
প্রতিদিন | ৩০ অক্টোবর ২০২৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নাস্তিকতা একটি বস্তুবাদী দর্শনের গুরুত্বপূর্ণ পর্যায়। এর চর্চার মাধ্যমে মানুষ মনে করেন যে ঈশ্বর-আল্লা-গডের অস্তিত্বের দাবিকে তারা অস্বীকার করেন। প্রকৃত প্রস্তাবে ‘ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা’ এই ভাবনায় কোনও মানুষই চলেন না। বাবা-মা, ভাই-বোন, স্ত্রী-পুত্র-কন্যা, এমনকী আত্মীয় পরিজন সবাইকে নিয়ে আমাদের প্রিয় পৃথিবী। তাদের নিয়েই আমরা চলি। জাগতিক এই সমস্ত বস্তুই আমাদের বেঁচে থাকার রসদ। অথচ আমরা বিশ্বাস করব আমাদেরকে সৃষ্টি করেছেন কোনও অতিপ্রাকৃতিক স্রষ্টা? আর এখানেই প্রশ্ন তোলেন নাস্তিকরা। যুক্তি দিয়ে প্রচলিত বিশ্বাসকে দাঁড় করান কাঠগড়ায়।
পশ্চিমবঙ্গে সাংগঠনিকভাবে নাস্তিকতার চর্চা শুরু হয় নবদ্বীপে একটি কেন্দ্রীয় নাস্তিক সম্মেলনের মধ্য দিয়ে। সেদিন একটি বিশাল মিছিল নবদ্বীপ শহর পরিক্রমা করে এবং বহু মানুষ নাস্তিক সম্মেলনে যোগদান করেন। নানা সংবাদপত্র, অডিও-ভিজ্যুয়াল ও সোশ্যাল মিডিয়ায় খবরটি প্রচারিত হয়। পরবর্তীতে কৃষ্ণনগরে নদীয়া জেলা সম্মেলন হয়। বারাসাতে উত্তর ২৪ পরগনা জেলা সম্মেলন হয়। তারই ধারাবাহিকতায় আগামী ৫ নভেম্বর ২০২৫ সকাল ১০টা থেকে কলকাতার রামমোহন লাইব্রেরী হলে প্রথম কলকাতা জেলা নাস্তিক সম্মেলন হতে চলেছে। রেজিস্ট্রেশন শুরু সকাল ৯টা থেকে। সেখানে নাস্তিকতার চর্চা হবে। নাস্তিক, অজ্ঞেয়বাদী, এমনকী ধর্মে বিশ্বাসী কিন্তু সংশয়বাদী—তাঁরাও এই সম্মেলনে যোগ দিতে পারবেন।