• মধ্যমগ্রাম চৌমাথায় রক্তারক্তি কাণ্ড, রেষারেষি ঘিরে বচসায় স্ক্রু ড্রাইভার নিয়ে মারপিট বাসকর্মীদের
    এই সময় | ৩০ অক্টোবর ২০২৫
  • জাতীয় সড়কের উপর বাস দাঁড় করিয়ে তুমুল মারপিট দুই বাসের কর্মীর। মধ্যমগ্রাম চৌমাথায় ৩৪ নম্বর জাতীয় সড়কের উপর এমন কাণ্ড দেখে হতবাক পথচলতি জনতা। দু’টি বাসের চালক ও কন্ডাকটরের মধ্যে ঝামেলা হয়েছে। হাতে বড় স্ক্রু ড্রাইভার নিয়ে মারপিট হয় বলে অভিযোগ। এক বাস কন্ডাকটরের মাথায় স্ক্রু -ড্রাইভার দিয়ে আঘাত করা হয়েছে বলে অভিযোগ। কাঠগড়ায় অন্য বাসটির মালিকের ছেলে।

    জখম ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে মধ্যমগ্রামের কর্তব্যরত ট্রাফিক পুলিশ। তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্ত সেই বাসটিরই মালিকের ছেলে, হামলার সময়ে তাঁর সঙ্গে ছিল বাসের কন্ডাকটরও। তাঁদের মধ্যমগ্রাম থানার হাতে তুলে দেওয়া হয়েছে।

    প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গোটা ঝামেলার সূত্রপাত ২টি বাসের রেষারেষি ঘিরে। 79B এবং DN18 - এই দু’টি রুটের বাসের মধ্যে রেষারেষি হচ্ছিল। একটি বাস অন্যটিকে চেপে দিচ্ছে, এই অভিযোগে মধ্যমগ্রাম চৌমাথায় এসে 79B এর রাস্তা আটকায় DN18 রুটের বাসটি। শুরু হয় বচসা, হাতাহাতি। অভিযোগ DN18-র কন্ডাকটর এবং বাস মালিকের ছেলে স্ক্রু-ড্রাইভার নিয়ে মারতে আসে 79B র বাসের চালক ও কন্ডাকটরকে। বাস চালকের পায়ে স্ক্রু-ড্রাইভার দিয়ে খোঁচা দেওয়া হয়েছে এবং বাসের বৃদ্ধ কন্ডাকটরের চোখের উপরে কপালে স্ক্রু-ড্রাইভার দিয়ে আঘাত করা হয়েছে বলে অভিযোগ।

    ওই ঘটনার প্রায় সঙ্গে সঙ্গেই এসে যান মধ্যমগ্রাম ট্রাফিক পুলিশ আধিকারিক ও কর্মীরা। ঘিরে ধরেন যাত্রীরাও। DN18 রুটের বাসটির কর্মীদের চড়াও হন স্থানীয় বাসিন্দা ও যাত্রীরা। তাঁদের হাত থেকে উদ্ধার করে মধ্যমগ্রাম থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় অভিযুক্তদের। গুরুতর আহত কন্ডাকটরকেও স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া যায় পুলিশ।

  • Link to this news (এই সময়)