• শরিকি বিবাদ, ‘পিএম শ্রী’ স্থগিত কেরলে
    বর্তমান | ৩০ অক্টোবর ২০২৫
  • তিরুবনন্তপুরম: তীব্র বিতর্ক ও শরিকি মতবিরোধের জের। অবশেষে পিছু হটল কেরলের বাম সরকার। বুধবার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন জানিয়ে দিলেন, রাজ্যের স্কুলশিক্ষাকে কেন্দ্রের পিএম শ্রী প্রকল্পের আওতায় আনার সিদ্ধান্ত আপাতত স্থগিত করা হয়েছে। 

    কেরলে এই কেন্দ্রীয় প্রকল্প চালুর বিষয়টি খতিয়ে দেখতে মন্ত্রিসভার একটি সাব-কমিটি গঠন করা হয়েছে। সাত সদস্যের ওই কমিটির রিপোর্ট পেশ করার পর পিএম শ্রী প্রকল্পে কেরলের অন্তর্ভুক্তি সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

    এদিন তিরুবনন্তপুরমে মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হন বিজয়ন। কেরলের মুখ্যমন্ত্রী বলেন, পিএম শ্রী প্রকল্পের অন্তর্ভুক্তির বিষয়টি আপাতত স্থগিত রাখার কথা কেন্দ্রীয় সরকারকে চিঠি লিখে জানিয়ে দেওয়া হবে। রাজ্যের গড়া সাত সদস্যের সাব-কমিটির চেয়ারম্যান করা হয়েছে কেরলের শিক্ষামন্ত্রী ভি শিবনকুট্টিকে। 

    কেরলে কেন্দ্রের পিএম শ্রী প্রকল্প চালুর সিদ্ধান্ত নিয়ে রাজ্যের বাম সরকারের অন্দরেই সিপিএম ও সিপিআইয়ের মধ্যে মতবিরোধ তৈরি হয়। শরিক সিপিআইয়ের রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্ব পিএম শ্রী চালুর বিপক্ষে মত দেয়। সেই সূত্রেই এদিন মন্ত্রিসভার বৈঠকের পর বিজয়ন জানিয়ে দিলেন, বিষয়টি খতিয়ে দেখার জন্য ক্যাবিনেটের সাব-কমিটি গঠন করা হয়েছে।
  • Link to this news (বর্তমান)