• ‘নকল’ যমুনার জুমলা ধরা পড়ায় ছটের স্নান বাতিল মোদির: আপ
    বর্তমান | ৩০ অক্টোবর ২০২৫
  • নয়াদিল্লি: যমুনাতীরের বাসুদেব ঘাট। ছট পুজো উপলক্ষ্যে বিশেষভাবে সাজিয়ে তোলা এই ঘাট ঘিরেই গত কয়েকদিন ধরে তোলপাড় রাজধানী দিল্লির রাজনীতি। তা বুধবারও অব্যাহত রয়েছে। ‘নকল’ যমুনা নদী তৈরি নিয়ে আগেই সরব হয়েছিল আম আদমি পার্টি (আপ)। এদিন একধাপ এগিয়ে দিল্লির আপ সভাপতি সৌরভ ভরদ্বাজের দাবি, ‘বাসুদেব ঘাটে তৈরি নকল যমুনার জুমলা ফাঁস হয়ে গিয়েছে। এজন্যই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সেখানে ছট পুজোর কর্মসূচি বাতিল করেছেন। যমুনার দূষণ নিয়ে দিল্লির রেখা গুপ্তা সরকারের প্রতারণা সর্বসমক্ষে চলে আসায় অস্বস্তিতে পড়েছেন বিজেপি নেতারা।’ 

    সোমবারই আপ দাবি করেছিল, প্রধানমন্ত্রীর ছটপুজোর স্নানের জন্য বাসুদেব ঘাটে  যমুনা নদীর একেবারে পাশে গড়ে তোলা হয়েছে ‘কৃত্রিম’ জলাশয়। ওয়াজিরাবাদ জল শোধনাগার থেকে আনা পরিশুদ্ধ জল দিয়ে তা ভরা হয়েছে। যদিও  আপের দাবি মতো প্রধানমন্ত্রী বাসুদেবঘাটে আসেননি। এব্যাপারে দিল্লির রেখা গুপ্তা সরকারকে তোপ দেগেছে আপ। সৌরভ ভরদ্বাজের আক্রমণ, ‘বিহার ভোটের মাত্র এক সপ্তাহ আগে প্রধানমন্ত্রী ছটপুজো করে তার ছবি ও ভিডিও সর্বত্র ছড়িয়ে দিতে পারলেন না। আমার মনে হয় শেষ মুহূর্তে কর্মসূচি বাতিল হয়েছে। তাই প্রধানমন্ত্রীর অফিস কোনও বিকল্প স্থান ঠিক করে উঠতে পারেনি।’
  • Link to this news (বর্তমান)