ভোটের জন্য মোদিজিকে মঞ্চে নাচতে বললে নাচবেনও, তোপ রাহুল গান্ধীর
বর্তমান | ৩০ অক্টোবর ২০২৫
পাটনা: বিহারে ব্লকবাস্টার বুধবার! মহাজোটকে ‘ঐক্যের’ সুরে বাঁধতে তেজস্বী যাদবের সঙ্গে যৌথ প্রচার শুরু করলেন রাহুল গান্ধী। একইদিনে বিরোধী জোটকে ‘মহাঠগবন্ধন’ বলে কটাক্ষ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সুর চড়িয়ে বললেন, ‘লালুজি, বিহারে মুখ্যমন্ত্রীর কুর্সি খালি নেই।’ মুজাফ্ফরপুরের সভায় এদিন তেজস্বীকে পাশে নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তীব্র আক্রমণ করেন রাহুল গান্ধী। সোনিয়া-পুত্রের ঠেস, ‘উনি শুধু আপনাদের ভোট চান। ভোটের জন্য নরেন্দ্র মোদি সব কিছু করতে পারেন। আপনারা যদি মঞ্চে নাচতেও বলেন, মোদিজি নাচবেন।’ আবার দ্বারভাঙার সভা থেকে মোদির মুণ্ডপাত করেছেন তেজস্বী। লালু-পুত্রের তোপ, ‘প্রধানমন্ত্রী মোদি গুজরাতে চান ফ্যাক্টরি আর বিহারে চান ভিকট্রি।’ আবার দ্বারভাঙায় গেরুয়া ব্রিগেটের নির্বাচনী সভা থেকে পাল্টা রাহুল ও তেজস্বীকে একযোগে আক্রমণ করেছেন অমিত শাহ। বিরোধী মহাজোটকে ‘ঠগবন্ধন’ বলে কটাক্ষ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ফের পরিবারবাদকে নিশানা বানিয়েছেন। তাঁর তোপ, লালুপ্রসাদ যাদব পুত্র তেজস্বী যাদবকে বিহারের মুখ্যমন্ত্রী করতে চান। আবার সোনিয়া গান্ধী চান তাঁর পুত্র রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী করতে। কিন্তু ওই দু’টি চেয়ারই খালি নেই। এর পরই জমির বদলে চাকরি ও পশুখাদ্য কেলেঙ্কারির প্রসঙ্গ টেনে আরজেডি সুপ্রিমোকে তীব্র আক্রমণ করেন শাহ। বলেন, ‘লালুজি, বিহারে মুখ্যমন্ত্রীর কুর্সি খালি নেই।’ একইসঙ্গে অভিযোগ করেন, ১২ লক্ষ কোটি টাকার কেলেঙ্কারির সঙ্গে জড়িত কংগ্রেস। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি, মৌলবাদী সংগঠন পিএফআইকে নিষিদ্ধ ঘোষণা করেছে মোদি সরকার। পিএফআই সদস্যদের গ্রেফতার করা হয়েছে। বিহারে আরজেডি ক্ষমতায় এলে পিএফআইয়ের ধৃত সদস্যরা ছাড়া পেয়ে যাবে। তারা ফের অবাধে ঘুরে বেড়াবে। অন্যদিকে, মুজাফ্ফরপুরের সভা থেকে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের নেতৃত্বাধীন জেডিইউ-বিজেপি জোট সরকারকে আক্রমণ করেন রাহুল গান্ধী। তিনি বলেন, ‘আমার ঠিক আগেই বক্তব্য রেখেছেন তেজস্বী যাদব। আমি তাঁর সঙ্গে একমত। বিহারে রিমোট কন্ট্রোলের মাধ্যমে সরকার চালানো হচ্ছে। ওরা (বিজেপি) নীতীশ কুমারের মুখকে ব্যবহার করছে মাত্র।’ ‘ভোট চুরি’র অভিযোগে এদিন ফের সরব হয়েছেন রাহুল গান্ধীকে।