• কানাডায় ভারতীয় বংশোদ্ভূত শিল্পপতিকে খুন, দায় স্বীকার করল লরেন্স বিষ্ণোই গ্যাং
    বর্তমান | ৩০ অক্টোবর ২০২৫
  • অটোয়া: লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের তাণ্ডব অব্যাহত কানাডায়। সোমবার সেখানকার ব্রিটিশ কলম্বিয়ায় নিজের বাড়ির সামনে গুলিবিদ্ধ হন ভারতীয় বংশোদ্ভূত শিল্পপতি দর্শন সিং সাহাসি। সোশ্যাল মিডিয়া পোস্টে এই খুনের দায় স্বীকার করেছে বিষ্ণোই গ্যাংয়ের দুষ্কৃতী গোল্ডি ‌ধিলোঁ। তার দাবি, ড্রাগ পাচারের মত অনৈতিক কাজের সঙ্গে যুক্ত ছিলেন দর্শন। তাঁর কাছে টাকা চাওয়া হলেও তিনি দেননি। সেই কারণেই খুন। 

    ঘটনার দিন সকালে বাড়ির সামনে রাখা গাড়িতে উঠছিলেন দর্শন। কাছেই লুকিয়ে ছিল এক শ্যুটার। শিল্পপতিকে দেখামাত্র সে গুলি চালায়। সঙ্গে সঙ্গে লুটিয়ে পড়েন দর্শন। হাসপাতালে নিয়ে গেলেও শেষরক্ষা হয়নি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি গাড়ির মধ্যে থেকে গুরুতর জখম অবস্থায় বর্ষীয়ান শিল্পপতিকে উদ্ধার করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। খতিয়ে দেখা হচ্ছে এলাকার সিসি ক্যামেরা ফুটেজ। তবে এই ঘটনায় আতঙ্ক ছড়ায় গোটা এলাকায়। কিছুক্ষণের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল আশপাশের স্কুলগুলিও।
  • Link to this news (বর্তমান)