• এসএসসি চাকরি বাতিল মামলা: সুপ্রিম কোর্টে ফের অযোগ্যদের আর্জি খারিজ
    বর্তমান | ৩০ অক্টোবর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: স্কুল সার্ভিস কমিশনের চাকরি বাতিল মামলায় ফের অযোগ্যদের আবেদন খারিজ সুপ্রিম কোর্টে। তবে যাঁরা রাজ্য সরকারের অন্য দপ্তরের চাকরি ছেড়ে শিক্ষকতা করতে এসেছিলেন এবং সুপ্রিম কোর্টের ২৬ হাজার শিক্ষক নিয়োগ মামলায় চাকরি হারিয়েছেন, তাঁদের আবেদন শোনা হবে আগামী ২৬ নভেম্বর।

    জানা গিয়েছে, বুধবার বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি অলোক আরাধের ডিভিশন বেঞ্চে ফের কয়েকজন চাকরিহারা শিক্ষক আবেদন করেছিলেন। তবে শুনানিতে স্কুল সার্ভিস কমিশন জানিয়েছে, এখন নতুন নিয়োগের পরীক্ষা হয়ে গিয়েছে। কয়েকদিনের মধ্যে রেজাল্ট বেরবে। কমিশনের বক্তব্য শোনার পরেই বিচারপতি সঞ্জয় কুমার আবেদনকারীদের উদ্দেশে জানান, এখন দেওয়ালে মাথা ঠুকলেও কিছু হবে না। তাছাড়া আদালত অযোগ্য চিহ্নিত করেনি। সিবিআই করেছে। আমরাও চাই না, কোনও অযোগ্য চাকরি পাক। সেই কারণে এই মামলা খারিজ করে দেয় আদালত।

    অন্যদিকে, যাঁরা অন্য দপ্তরের চাকরি ছেড়ে শিক্ষকতায় যোগ দিয়েছিলেন, তাঁরা চাইলে আবেদনের ভিত্তিতে পুরনো দপ্তরে ফিরে যেতে পারেন বলে এসএসসি মামলায় রায় দিয়েছিল সুপ্রিম কোর্ট। তাঁদেরই একাংশ নিজেদের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন হয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন। তাঁদের আবেদনের শুনানি হবে জানিয়েছেন দুই বিচারপতির বেঞ্চ। আদালত জানিয়েছে, আপনাদের দিল্লিতে পড়ে থাকার কোনও দরকার নেই। কোনও অযোগ্য যাতে চাকরি না পায়, সেটাই আমাদের লক্ষ্য। তবে আপনাদের মামলা নভেম্বর মাসের ২৬ তারিখ শুনানি হবে।
  • Link to this news (বর্তমান)