• ডার্কনেটে ফাঁস ১৮ কোটির বেশি আইডি, পাসওয়ার্ড!
    বর্তমান | ৩০ অক্টোবর ২০২৫
  • নয়াদিল্লি: জিমেল অ্যাকাউন্ট নিয়ে উদ্বেগজনক তথ্য প্রকাশ করেছে এইচআইবিপি ওয়েবসাইট। তাদের দাবি, ডার্কনেটে ১৮ কোটি ৩০ লক্ষের বেশি ইমেল আইডি ও পাসওয়ার্ড ফাঁস হয়ে গিয়েছে। যদিও গুগলের তরফে কোনও ভুলভ্রান্তি হয়নি বলেই উল্লেখ করেছে সাইবার সুরক্ষা নিয়ে কাজ করা ওই সংস্থা। কোথাও কোনও তথ্য ফাঁস হচ্ছে কি না, তা নিয়ে নজরদারি চালায় তারা। এইচআইবিপি জানিয়েছে, ম্যালওয়‌্যার যুক্ত বিভিন্ন ওয়েবসাইট ও অ্যাপের মাধ্যমেই ব্যক্তিগত তথ্য বেহাত হয়েছে। 

     তাহলে এখন কী করণীয়? ওই তালিকায় কারও  ইমেল আইডি রয়েছে কি না,  তা জানার জন্য —https://haveibeenpwned.com/এ যেতে হবে। সেখানে ইমেল আইডি লিখে ‘চেক’ বাটনে ক্লিক করলেই কতগুলি জায়গা থেকে তথ্য ফাঁস হয়েছে, তার তালিকা মিলবে। ব্যক্তিগত তথ্য ফাঁস হলে দ্রুত পদক্ষেপ নিতে হবে। সেক্ষেত্রে সাইবার সুরক্ষা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। তার জন্য দ্রুত পাসওয়ার্ড বদলে ফেলা দরকার। তাছাড়া, শুধুমাত্র ‘https’ থাকা ইউআরএলেই ক্লিক করার পরামর্শ দেওয়া হয়েছে। অজ্ঞাতস্থান থেকে কোনও অ্যাটাচমেন্ট বা জিপ ফাইল এলে নিশ্চিত না হওয়া পর্যন্ত ক্লিক করা ঠিক নয়। ভালো অ্যান্টিভাইরাস রাখারও প্রয়োজন রয়েছে। 
  • Link to this news (বর্তমান)