• ২ নভেম্বর ফের নতুন উপগ্রহ উৎক্ষেপণ ইসরোর, আরও শক্তি বাড়ছে নৌসেনার
    বর্তমান | ৩০ অক্টোবর ২০২৫
  • নয়াদিল্লি: স্যাটেলাইট সংক্রান্ত যোগাযোগ ব্যবস্থায় আরও উন্নত করতে চলেছে ভারতীয় নৌসেনা। সৌজন্যে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। আগামী ২ নভেম্বর শ্রীহরিকোটা থেকে জিস্যাট-৭আর(কোডওয়ার্ড সিএমএস-০৩) উপগ্রহ উৎক্ষেপণ করবে ইসরো। এলভিএম৩ রকেট ওই উপগ্রহকে কক্ষপথে পৌঁছে দেবে। বর্তমানে গভীর সাগরে নৌসেনাকে যোগাযোগ রক্ষায় সাহায্য করে জিস্যাট-৭ (রুক্মিণী)। এবার মহাকাশে রুক্মিণীর জায়গায় দায়িত্ব সামলাবে সিএমএস-০৩। কৃত্রিম উপগ্রহটির ওজন প্রায় ৪ হাজার ৪০০ কেজি। এর আগে ভারতের মাটি থেকে এতো বেশি ওজনের  উপগ্রহ উৎক্ষেপণ করেনি ইসরো। ফলে সিএমএস-০৩ উৎক্ষেপণের মাধ্যমে ফের নজির গড়তে চলেছে ইসরো। ইসরো সূত্রে খবর, রুক্মিণীর তুলনায় নতুন উপগ্রহটির পেলোড অনেক বেশি উন্নত। যোগাযোগের জন্য রয়েছে একাধিক ফ্রিকুয়েন্সি। সেক্ষেত্রে ভবিষ্যৎ অপারেশনে সহজেই তথ্য আদানপ্রদান করতে পারবে নৌসেনার রণতরী, ডুবোজাহাজ ও যুদ্ধবিমান। আরও নিখুঁত হবে লক্ষ্যভেদ। বিবৃতি দিয়ে ইসরো জানিয়েছে, ‘গতবার এলভিএম৩-এর মাধ্যমে চন্দ্রযান-৩ যাত্রা শুরু করেছিল। প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরুর মাটি স্পর্শ করেছিল ভারত। সিএমএস-০৩ মাল্টি ব্যান্ড স্যাটেলাইট। ভারতীয় জলসীমার পাশাপাশি বিস্তীর্ণ অঞ্চলজুড়েকাজ করতে পারবে এই কৃত্রিম উপগ্রহ।’
  • Link to this news (বর্তমান)