• এসআইআর ভয়ে এবার আত্মহত্যার চেষ্টা দিনহাটায়
    বর্তমান | ৩০ অক্টোবর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কোচবিহার ও সংবাদদাতা, দিনহাটা: অনেকের কাছে জীবনমরণ সমস্যা! নামে যে অনেক কিছু যায় আসে, আর রাজ্যে এসআইআর শুরু হওয়ার পর সেকথা যেন বারবার সামনে আসছে।

    পানিহাটিতে এসআইআর আতঙ্কে প্রদীপ করের আত্মহত্যার পর আত্মহননের চেষ্টা করলেন কোচবিহারের দিনহাটার বৃদ্ধ খাইরুল শেখ। কারণ, ২০০২ সালের সঙ্গে বর্তমান ভোটার তালিকায় নামের বিভ্রাট। প্রতিবেশী, বন্ধু ও আত্মীয়দের কাছে বারবার আশঙ্কা প্রকাশ করতেন, এসআইআরে তালিকায় নাম না মিললে হয়তো তাঁকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে। বৃদ্ধ বর্তমানে গুরুতর অসুস্থ অবস্থায় কোচবিহারের মহারাজা জিতেন্দ্রনারায়ণ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।  গুরুতর অসুস্থ অবস্থাতেও খাইরুল জানান, ভোটার তালিকায় দু’রকম নাম থাকায় তিনি খুব চিন্তায় ছিলেন। সেজন্যই আত্মহত্যার চেষ্টা করেছেন। 

    খাইরুল দিনহাটা-২ ব্লকের বুড়িরহাট-২ গ্রাম পঞ্চায়েতের জিৎপুর গ্রামের বাসিন্দা। ২০০২ সালের ভোটার তালিকায় তাঁর নাম রয়েছে খয়রু শেখ। দু’রকম নাম থাকা নিয়েই ছিল তাঁর যত চিন্তা। কীভাবে এই জট কাটিয়ে নিজেকে বৈধ ভারতীয় নাগরিক প্রমাণ করবেন, সেই উপায় বের করতে না পেরেই ঘাস মারার বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন বলে দাবি পরিবারের। ঘটনা প্রকাশ্যে আসতেই শুরু হয় হইচই। বৃদ্ধের প্রতিবেশী কাশেম আলির কথায়, ‘ভোটার তালিকায় নাম বিভ্রাটের কথা মাঝেমধ্যেই আমাদের বলতেন খাইরুল। তাঁকে সান্ত্বনা দিয়ে বারবার বলতাম, সামান্য ভুলে কিছুই হবে না। এত চিন্তা কোরো না। মনে হচ্ছে, তাতে ওঁর মন শান্ত হয়নি।’ 

    ওই ব্যক্তিকে প্রথমে দিনহাটা মহকুমা হাসপাতাল, পরে মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। তাঁকে দেখতে হাসপাতালে যান জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অভিজিৎ দে ভৌমিক। তিনি ওই বৃদ্ধের পরিবারের পাশে থাকার আশ্বাস দেওয়ার পাশাপাশি নির্বাচন কমিশনের সমালোচনাও করেন। বলেন, ‘নির্বাচন কমিশন কী বলতে চাইছে, আর নীচুতলার মানুষ কী বুঝতে পারছে, তার মধ্যে একটা বড় তফাৎ হয়ে যাচ্ছে। নির্বাচন কমিশনের উচিত ছিল সাধারণ মানুষ যাতে আতঙ্কিত না হয়, সেদিকে বিশেষ নজর রাখা।’ অভিজিতের তোপ, ‘মানুষকে আতঙ্কিত করার জন্যই যেন নেমেছে কমিশন। এই আতঙ্কের লাভ কমিশন কাদের দিতে চাইছে, সেটা পরিষ্কার।’

    এদিনের ঘটনার পর কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন কোচবিহারের প্রাক্তন সাংসদ পার্থপ্রতিম রায়। তাঁর মন্তব্য, ‘এসআইআর ঘোষণার পর থেকেই খাইরুল শেখ আতঙ্কে ভুগছিলেন। সেজন্যই আত্মহত্যা করার চেষ্টা করেন। মানুষ যে সত্যিই উদ্বিগ্ন, তার নগ্নচিত্র প্রকাশ্যে আসছে বারবার। চিন্তা বেড়েছে সাবেক ছিটের বাসিন্দাদেরও।’ অন্যদিকে, বিজেপির জেলা সভাপতি অভিজিৎ বর্মন পাল্টা তৃণমূলকে আক্রমণ করেছেন। বলেছেন, ‘যদি নামে কোনও ভুল থাকে, তবে সেটা সংশোধন করার ব্যবস্থা আছে। এটা নিয়ে তৃণমূল রাজনীতি করছে।’ 
  • Link to this news (বর্তমান)