• পুরী থেকে কলকাতা ফেরার পথে লরির পিছনে ধাক্কা বাসের, মৃত ২
    বর্তমান | ৩০ অক্টোবর ২০২৫
  • সংবাদদাতা, বেলদা: ওড়িশা সীমানা লাগোয়া লক্ষ্মণনাথ টোলগেটের কাছে জলেশ্বরে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ল কলকাতাগামী যাত্রীবাহী বাস। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ২ জনের, গুরুতর জখম হন ৯ জন বাস যাত্রী। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। জখমদের মধ্যে এ রাজ্যের বাসিন্দাও রয়েছেন। বাসটি পুরী থেকে কলকাতার বাবুঘাটে আসছিল।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওড়িশার জলেশ্বর থানার অন্তর্গত লক্ষ্মণনাথ টোলগেটের কাছে কলকাতাগামী একটি বেসরকারি যাত্রীবাহী বাস দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনার জেরে বাসের অন্তত ৯ যাত্রী গুরুতর জখম হন। মৃত্যু হয় বাসের চালক ও হেল্পারের। পুলিশ জানিয়েছে, চালকের নাম মীর আব্দুল রহিম (৩৯) ও খালাসি নৃসিংহ কাঠুয়া (৪০)। দু’জনেরই বাড়ি কটকে। জখমদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা চলছে। মঙ্গলবার মধ্যরাতে বাসটি পুরী থেকে প্রায় ৪০ জন যাত্রী নিয়ে ১৬ নম্বর জাতীয় সড়ক ধরে কলকাতা ফিরছিল। লক্ষ্মণনাথ টোলগেটের কাছে দাঁড়িয়ে থাকা একটি ধান বোঝাই লরির পিছনে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে বাসটি। দুমড়েমুচড়ে যায় সামনের অংশ। কমবেশি জখম হয়েছেন বাসের সব যাত্রী। তাঁদের মধ্যে গুরুতর জখম হন ৯ জন যাত্রী। ৭ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের বালেশ্বরে জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। 

    পুলিশের অনুমান, ঘুমের কারণেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন চালক। এদিকে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে চলে আসেন পুলিশ ও স্থানীয় প্রশাসনের আধিকারিকরা। জাতীয় সড়ক কর্তৃপক্ষের উদ্ধারকারী ভ্যানের সহায়তায় প্রথমে সামনের অংশ থেকে বাসের চালক ও হেল্পারের মৃতদেহ উদ্ধার হয়। একে একে জখম যাত্রীদের সেই দুর্ঘটনাগ্রস্ত বাস থেকে বের করে আনা হয়। এদিকে দুর্ঘটনার জেরে এদিন দীর্ঘক্ষণ জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। পরবর্তীতে জাতীয় সড়ক কর্তৃপক্ষ ও পুলিশের সহযোগিতায় যানজট মুক্ত হয় রাস্তা।
  • Link to this news (বর্তমান)