নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পিজি হাসপাতালে নাবালিকাকে ধর্ষণের ঘটনা সামনে আসার পর সরকারি হাসপাতালে নিরাপত্তা বাড়াতে ঠিকাকর্মীদের পুলিশ ভেরিফিকেশন বাধ্যতামূলক করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরও এক গুচ্ছ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। এমন এক সময়ে বিস্ফোরক দাবি করল রাজ্যের ঠিকাকর্মীদের সর্ববৃহৎ সংগঠন ‘সারা বাংলা হাসপাতাল রোগী কল্যাণ ও অস্থায়ী ঠিকাকর্মী ঐক্য কেন্দ্র’। রীতিমতো প্রেস বিজ্ঞপ্তি জারি করে তারা দাবি করেছে, পিজির ধর্ষণ কাণ্ডে অভিযুক্ত অমিত মল্লিক এক সময় শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে এজেন্সির মাধ্যমে নিযুক্ত হয়েছিল। শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে ৩৩ জন ঠিকাকর্মীকে বসিয়ে দিয়ে অভিযুক্ত অমিত সহ বেশ কিছু লোক নিয়োগ করেছিল সেই এজেন্সি। সংগঠনের অভিযোগ, রাজ্যের বহু হাসপাতালে এজেন্সির মাধ্যমে এই ধরনের লোকজন নিয়োগ হয়েই চলেছে। সরকারের কাছে ঠিকাকর্মীদের সংগঠনের দাবি, বছরে এক জোড়া ইউনিফর্ম দিতে বাধ্য করা হোক এজেন্সিকে। শ্রমদপ্তরে এজেন্সিগুলির তরফে সব ঠিকাকর্মীর নথিভুক্তকরণ বাধ্যতামূলক করা হোক। পাশাপাশি, মাসের প্রথম সপ্তাহে বেতন দেওয়া আবশ্যিক করার দাবি তুলেছে তারা।