নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: চেন্নাইয়ে রাজমিস্ত্রির কাজ করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হল সাগরের এক পরিযায়ী শ্রমিকের। মৃতের নাম লক্ষ্মীকান্ত বেড়া (৪২)। তাঁর বাড়ি মন্দিরতলা খেয়াঘাট এলাকায়। অভাবের তাড়নায় মাস ছয়েক আগে চেন্নাই গিয়েছিলেন তিনি। পরিবার সূত্রে জানা গিয়েছে, রাজমিস্ত্রির কাজের পাশাপাশি রাতে ট্রাক থেকে পাথর নামানোর কাজও করতেন লক্ষ্মীকান্ত। তা করতে গিয়েই মঙ্গলবার রাতে একটি বড় পাথর তাঁর উপর পড়ে যায়। দুর্ঘটনায় গুরুতর আহত হন ওই শ্রমিক। তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।