সংবাদদাতা, বসিরহাট: বৃদ্ধা মা বদ্ধ ঘরে অস্বাস্থ্যকর অবস্থায় একলা পড়ে থাকেন, তাঁর কোনওরকম দেখভালই করেন না ছেলে। এমনকী মাকে ঠিকমতো খেতেও দেন না তিনি। দিনের পর দিন চোখের সামনে এমন ঘটনা দেখে হিঙ্গলগঞ্জ ব্লকের দুলদুলি গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দারা ক্ষিপ্ত হয়ে প্রতিবাদ জানালেন ছেলের বাড়ির সামনে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুলদুলির বাসিন্দা সন্তোষ মণ্ডল তাঁর মাকে দীর্ঘদিন ধরে একটি বদ্ধ ঘরে, অস্বাস্থ্যকর পরিবেশে ফেলে রেখেছেন। এর প্রতিবাদ জানাতে বুধবার এলাকাবাসীরা একত্রিত হয়ে ছেলে সন্তোষ মণ্ডলের বাড়িতে যান। কিন্তু সেখানে তাঁরা এই নিয়ে সন্তোষ মণ্ডল ও তাঁর পরিবারের সঙ্গে প্রথমে তর্ক-বিতর্ক এবং পরে গণ্ডগোল, মারাপিটে জড়িয়ে পড়েন। খবর পেয়ে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। পুলিশের পক্ষ থেকে ওই বৃদ্ধাকে কিছু জামাকাপড় ও খাবার দেওয়া হয়। কেন তিনি মায়ের সঙ্গে এমন ঘটনা ঘটাচ্ছেন, তা জানতে ছেলে সন্তোষকে আটক করে হিঙ্গলগঞ্জ থানায় নিয়ে আসা হয়।