কাজ নেই, গত ৪ মাস বেতন বন্ধ বনগাঁ আঞ্চলিক পরিবহণ দপ্তরের ১০০ ঠিকা শ্রমিকের
বর্তমান | ৩০ অক্টোবর ২০২৫
সংবাদদাতা, বনগাঁ: গত চার মাস ধরে বেতন বন্ধ বনগাঁ আঞ্চলিক পরিবহণ দপ্তরের প্রায় একশো ঠিকা শ্রমিকের। ওই শ্রমিকদের দাবি, প্রশাসনের গাফিলতিতে বেতন বন্ধ আছে।
মিলছে না কাজও। খুবই দুরবস্থায় দিন কাটছে তাঁদের। প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করেও মেলেনি বকেয়া বেতন।
জানা গিয়েছে, বনগাঁ পুরসভার মিলনপল্লি পার্কিংয়ে ঠিকা শ্রমিক হিসেবে প্রায় ১০০ জন কাজ করতেন। তাঁদের বেতন পুরসভা থেকে মেটানো হতো। ২০২২ সালে এই পার্কিংয়ের দায়িত্ব নেয় রাজ্যের পরিবহণ দপ্তর। তখন তাঁদেরকে অস্থায়ী শ্রমিক
হিসেবে বেতন দেওয়ার কথাও বলা হয়েছিল। কিন্তু পরবর্তীতে দেখা যায় ২৬ দিনের জায়গায় কর্মদিবস কমে ১৪-১৫ দিন হয়ে যায়। বেতনও অনিয়মিত
হয়ে পড়ে। বর্তমানে প্রায় চার মাসের বেতন বন্ধ।তাঁদের এই পরিস্থিতির
কথা প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে একাধিকবার চিঠি দিয়ে জানিয়েছেন শ্রমিকরা।
বুধবার সাংবাদিকদের সামনে তাঁদের অবস্থা তুলে ধরেন কর্মহারা শ্রমিকরা। শৌভিক কুণ্ডু নামে এক শ্রমিক বলেন, আগে যে চেক পোস্টে আমাদের কাজ দেওয়া হতো, সেগুলি তুলে দেওয়া হয়েছে। আগামীতে কীভাবে আমাদের সংসার চলবে, জানি না।
পুরসভা সূত্রে জানা গিয়েছে, তাঁদের অধীনে থাকাকালীন এই শ্রমিকদের বেতন পুরসভা থেকে দেওয়া হতো। কিন্তু বর্তমানে এই পার্কিংয়ের দায়িত্ব পরিবহণ দপ্তরের। এবিষয়ে বনগাঁ আঞ্চলিক পরিবহণ দপ্তর ও মহকুমা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ওই শ্রমিকদের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানানো হয়েছে। টাকা এলেই তাঁদের বকেয়া মিটিয়ে দেওয়া হবে।