নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সোনারপুরে শুল্ক দপ্তরের অফিসারকে মারধরের ঘটনায় মামলা দায়ের হল হাইকোর্টে। বুধবার ওই ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে মামলা দায়েরের আবেদন জানানো হয়। মামলা দায়েরের অনুমতি দিয়েছেন বিচারপতি ঘোষ। ‘সিট’ গঠন করে আদালতের নজরদারিতে তদন্তের আবেদন জানানো হয়েছে। শীঘ্রই মামলার শুনানির সম্ভাবনা।
ঘটনা হল, গত ২৩ অক্টোবর সোনারপুর থানার চৌহাটির কাছে বাড়ি ফেরার পথে এক অটোর সঙ্গে শুল্ক বিভাগের অফিসার প্রদীপ কুমারের গাড়ির ঠোকাঠুকি লাগে। তা নিয়ে দু’জনের মধ্যে ঝামেলা হয়। এক দফা হাতাহাতিও হয়েছিল। এরপর প্রদীপবাবু নিজের আবাসনে চলে যান। অভিযোগ, সেই রাতেই অটোচালক আজাদ আলি মণ্ডল ৫০-৬০ জন লোক নিয়ে আবাসনে ঢুকে তাণ্ডব চালায়। মারধর করা হয় ওই অফিসারকে। মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয় তাঁর। সেই ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছিলেন আক্রান্ত অফিসার। তাতে প্রথমে একজনকে গ্রেফতার করে সোনারপুর থানা। শনিবার মারধরের ঘটনায় অভিযুক্ত অটোচালক সহ আরও তিনজনকে গ্রেফতার করা হয়। রবিবার ধৃতদের বারুইপুর আদালতে তোলা হলে বিচারক তিনজনেরই জামিন মঞ্জুর করেন।
অন্যদিকে, এদিন ওই ঘটনায় সাবির হোসেন ওরফে মন্টু নামে আরও এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তার বাড়ি রাঘবপুর এলাকায়। এই নিয়ে ঘটনায় মোট পাঁচজনকে গ্রেফতার করা হল। সিসিটিভি ফুটেজ দেখে মন্টুকে ধরা হয়েছে। মঙ্গলবার রাতে ওই শুল্ক অফিসারের আবাসনে যান সোনারপুর দক্ষিণের বিধায়ক লাভলি মৈত্র। আবাসিকদের সঙ্গে কথা বলেন তিনি। এলাকায় পুলিশি নিরাপত্তা জোরদার করার ব্যাপারে আশ্বাস দেওয়া হয়েছে।