• বাবার চিকিৎসার জন্য বিদেশ থেকে ছেলের পাঠানো টাকা হাতিয়ে ধৃত ১
    বর্তমান | ৩০ অক্টোবর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বাবার ক্যান্সারের চিকিৎসার জন্য ছেলে নিয়মিত টাকা পাঠাতেন। অসুস্থ বাবাকে দেখভালের জন্য রেখেছিলেন অ্যাটেনডেন্ট। বাড়িতে থাকা বৃদ্ধের এটিএম কার্ড হাতিয়ে ৩০ লক্ষ টাকা তুলে নেওয়ার অভিযোগ উঠেছে অ্যাটেনডেন্টের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে হরিদেবপুরে। অভিযোগের ভিত্তিতে সুখময় চক্রবর্তী নামে এক অভিযুক্তকে মঙ্গলবার রাতে কেওড়াপুকুর এলাকা থেকে গ্রেফতার করেছে থানা।

    পুলিশ সূত্রে জানা যাচ্ছে, হরিদেবপুরের ওই বৃদ্ধের ছেলে কর্মসূত্রে আমেরিকায় থাকেন। এখানে তাঁর বাবা একাই থাকেন। তাঁকে দেখভালের জন্য সুখময়কে নিয়োগ করা হয়। দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছেন তিনি। কলকাতায় তাঁর চিকিৎসা চলছে। চিকিৎসার জন্য বিপুল পরিমাণ টাকা খরচ হয়। এই টাকার পুরোটাই বহন করেন তাঁর ছেলে। বিভিন্ন সময়ে মোটা অঙ্কের টাকা পাঠাতেন ছেলে। বিদেশ থেকে আসা টাকা জমা পড়ত বৃদ্ধের অ্যাকাউন্টে। বৃদ্ধ বেরতে না পারায় তাঁর ওষুধ থেকে যাবতীয় কেনাকাটা করত ওই অ্যাটেনডেন্ট। এমনকী, এতটাই বিশ্বস্ত হয়ে উঠেছিল যে, বৃদ্ধ তাকে এটিএম কার্ড দিয়ে বিভিন্ন সময় টাকা তুলতে পাঠাতেন। সেই সুবাদে অভিযুক্ত এটিএমের পিন জানত। কার্ডও তার কাছে থাকত। এই সুযোগে ওই অ্যাটেনডেন্ট ধীরে ধীরে এটিএম থেকে টাকা তুলতে শুরু করে। এভাবে ৩০ লক্ষ টাকা হাতিয়ে নেয় বলে অভিযোগ। খোঁজ করতে গিয়ে ছেলে জানতে পারেন, বাবার ক্যান্সারের চিকিৎসা ঠিকমতো হচ্ছে না। এতে সন্দেহ হয়। অ্যাকাউন্টের লেনদেন ঘেঁটে জানতে পারেন, তাঁর পাঠানো টাকা উঠেছে, কিন্তু বাবার চিকিৎসা হয়নি। গত মার্চ মাসে ওই অ্যাটেনডেন্টের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়। তার ভিত্তিতে পুলিশ প্রতারণা, বিশ্বাসভঙ্গ, চুরি সহ একাধিক ধারায় কেস রুজু করে। তদন্তে নেমে পুলিশ অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়। পুলিশের দাবি, তিনি তদন্তে সহযোগিতা করছিলেন না। তাকে মঙ্গলবার পাকড়াও করা হয়। হাতানো টাকা কোথায় রেখেছে অভিযুক্ত, তাকে জেরা করে জানার চেষ্টা চলছে।
  • Link to this news (বর্তমান)