• মা ফ্লাইওভারে ৩টি গাড়ির পরপর ধাক্কায় জখম ৩, যানজটে ভোগান্তি
    বর্তমান | ৩০ অক্টোবর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দুপুরের ফাঁকা মা ফ্লাইওভারে দুর্ঘটনা‌। পরপর তিনটি গাড়ি ধাক্কা দেয় একে অপরকে। তার জেরে জখম হলেন তিন যাত্রী। তাদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। 

    বুধবার দুপুরে দুর্ঘটনাটি ঘটে। পার্ক সার্কাস থেকে বাইপাস গামী লেন দিয়ে দ্রুতগতিতে ছুটছিল একটি প্রাইভেট গাড়ি। ফ্লাইওভারের উপর ফাইবারের কোনও সামগ্রী পড়ে থাকতে দেখে আচমকাই ব্রেক কষেন চালক। তার পিছনেই ছিল 

    আরও দুটি গাড়ি। সামনের গাড়িটি আচমকা ব্রেক কষায় নিয়ন্ত্রণ হারায় পিছনের গাড়িগুলি। একে অপরের পিছনে ধাক্কা দেয় সেগুলি। তুবড়ে যায় সামনের গাড়ির পিছনের অংশ। একই সঙ্গে পিছনে থাকা গাড়িগুলির বনেট ক্ষতিগ্রস্ত হয়। পুলিশ জানিয়েছে, পিছনে থাকা দুটি গাড়ির এয়ার ব্যাগ খুলে যায়। তাতে রক্ষা পান গাড়ির চালক ও সহযাত্রীরা। কিন্তু, প্যানিক ব্রেক কষা প্রথম গাড়িটির পিছনে ধাক্কা লাগায় পিছনের আসনে থাকা তিন যাত্রীর চোট লাগে। দুর্ঘটনার জেরে মা ফ্লাইওভারে বিরাট যানজট তৈরি হয়। অন্যান্য যাত্রীদের বক্তব্য, এই দুর্ঘটনার জেরে মা ফ্লাইওভার পার করতে প্রায় ৪৫ মিনিট সময় লেগে গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় স্থানীয় থানা ও ট্রাফিক গার্ডের পুলিশ। ঘটনাস্থলে ডাকা হয় কলকাতা পুলিশের কর্মা অ্যাম্বুলেন্সকে। আহতদের ঘটনাস্থলে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে পাঠানো হয়। তবে প্রাথমিক চিকিৎসার পর তাঁদের ছেড়ে দেওয়া হয়। দুর্ঘটনাগ্রস্ত গাড়ি তিনটি আটক করেছে পুলিশ।
  • Link to this news (বর্তমান)