• সাংসদ-কন্যাকে ধর্ষণের হুমকি, ওড়িশা থেকে ধৃত
    বর্তমান | ৩০ অক্টোবর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এক এমপির মেয়েকে ফেসবুকে ধর্ষণের হুমকি দিয়ে মেসেজ পাঠানোর অভিযোগ উঠল। ওই ঘটনার তদন্তে নেমে কলকাতা পুলিসের সাইবার থানা ওড়িশার কটক থেকে এক যুবককে পাকড়াও করেছে। তাঁর নাম কার্তিক ভুট্টু। তাঁকে ট্রানজিট রিমান্ডে কলকাতা পুলিশ বুধবার ব্যাঙ্কশালের মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালতে হাজির করে। এদিন ধৃতের তরফে জামিনের আর্জি বিচারক নাকচ করে দেন। তাঁকে ১১ নভেম্বর পর্যন্ত পুলিশ হেপাজতে রাখার নির্দেশ দেন তিনি। সরকারি কৌঁসুলি আদালতে বলেন, পুলিশ ধৃতের হেপাজত থেকে মোবাইল ফোনটি বাজেয়াপ্ত করেছে। সেটি পরীক্ষার জন্য ফরেন্সিকে পাঠানো হবে। আদালত সূত্রে জানা গিয়েছে, ফেসবুক সূত্রে ওই যুবকের সঙ্গে ওই এমপি কন্যার আলাপ হয়েছিল। পরে কোনও কারণে দু’জনের মধ্যে দূরত্ব বাড়তে থাকে। অভিযোগ, এরপরই যুবকটি সম্প্রতি ওই আপত্তিকর পোস্ট করে এমপি কন্যাকে। পুলিশে অভিযোগ দায়ের করা হয়। তার ভিত্তিতে পুলিশ তথ্য‑প্রযুক্তি আইন সহ একাধিক ধারায় মামলা দায়ের করে। পুলিশ দেখে, ফোনটি ওড়িশায় রয়েছে। এরপর পুলিশ সেই সূত্র ধরে ওই যুবককে পাকড়াও করে।
  • Link to this news (বর্তমান)