ক্রিপ্টো-লগ্নির টোপ দিয়ে ২৫ কোটি টাকা আত্মসাৎ, পুলিশের জালে দুই
বর্তমান | ৩০ অক্টোবর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগের টোপ দিয়ে ২৫ কোটি টাকা আত্মসাতে জড়িত। এমন অভিযোগে লালবাজারের ব্যাঙ্ক জালিয়াতি দমন শাখার গোয়েন্দারা দু’জনকে গ্রেফতার করেছেন। ধৃতদের নাম অনির্বাণ ঘোষ এবং প্রিয়াঙ্কা সাহু। লালবাজার সূত্রে জানা গিয়েছে, মাস খানেক আগে প্রতারিত এক ব্যক্তি কলকাতার শেক্সপিয়র সরণি থানাতে লিখিত অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমে লালবাজারের গোয়েন্দারা মঙ্গলবার রাতে এই দু’জনকে গ্রেফতার করেছেন। ধৃতদের বুধবার দুপুরে ব্যাঙ্কশাল আদালতে হাজির করানো হলে, বিচারক ১৪ দিনের পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।