বিধানসভার নর্থ ও সাউথ প্রবেশদ্বারে সুরক্ষা জোরদার করছে লালবাজারের
বর্তমান | ৩০ অক্টোবর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্য বিধানসভার নর্থ ও সাউথ গেটে নিরাপত্তা জোরদার করার সিদ্ধান্ত নিল কলকাতা পুলিশের শীর্ষকর্তারা। বিধানসভায় অবাঞ্ছিত ব্যক্তি-গাড়ি ঢোকা বন্ধ করতে এই উদ্যোগ। মূলত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ বাকি ভিভিআইপি’দের নিরাপত্তার কথা মাথায় রেখে, এবার আরএফআইডিযুক্ত ব্যুম ব্যারিয়ার গেট বসাতে চলেছে লালবাজার। সম্প্রতি লালবাজারে উচ্চ পর্যায়ের এক বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে বলে জানা গিয়েছে।
এই স্বয়ংক্রিয় ব্যবস্থা চালু হলে, হাইকোর্টের দিকে অবস্থিত বিধানসভার নর্থ এবং ইডেনের দিকে অর্থাৎ সাউথ গেট দিয়ে শুধুমাত্র ‘আরএফআইডি’ ছাড়পত্র রয়েছে, এমন বিধায়ক-মন্ত্রীদের গাড়িই একমাত্র বিধানসভায় প্রবেশ করতে পারবে। ফলে বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।
কলকাতা পুলিশের এক সূত্র জানাচ্ছে, অতীতে দিল্লিতে সংসদ হামলার কথা মাথায় রেখে, দীর্ঘদিন ধরেই ডিরেক্টর অব সিকিউরিটির পাশাপাশি কলকাতা পুলিশের এসটিএফের গোয়েন্দাদের পক্ষ থেকে বিধানসভায় অবাঞ্ছিত গাড়িতে চেপে বহিরাগতদের ঢোকা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। কারণ, দীর্ঘদিন ধরেই পুলিশের কাছে অভিযোগ আসছিল যে, বিধানসভার নিজস্ব নিরাপত্তারক্ষীদের আপত্তি অগ্রাহ্য করে গাড়ি নিয়ে ঢুকছে। তাই এই রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন ব্যবস্থা যুক্ত স্বয়ংক্রিয় গেট বসাতে উদ্যোগ নেওয়া হচ্ছে।