• কুমোরটুলির কাছে বন্দ্যোপাধ্যায় বাড়িতে দেবী জগদ্ধাত্রীর ভোগে দেওয়া হয় রাবড়ি
    বর্তমান | ৩০ অক্টোবর ২০২৫
  • সুকান্ত বসু, কলকাতা: কুমোরটুলি সংলগ্ন দুর্গাচরণ ব্যানার্জি স্ট্রিটে বন্দ্যোপাধ্যায় পরিবারের প্রতিষ্ঠিত ২০০ বছরের মন্দিরে মা জগদ্ধাত্রীর আরাধনায় প্রধান ভোগ হিসেবে মাকে নিবেদন করা হয় ‘রাবড়ি’। সেখানে পুজোয় মায়ের সামনে রাখা হয় নানা শয্যা সামগ্রী। সেই তালিকায় থাকে নতুন কাপড়, বিছানা, ছাতা, আলতা, সিঁদুর থেকে নানা সুগন্ধী সামগ্রী। ওই পরিবারের বিশ্বাস, মেয়ে জগদ্ধাত্রী বাপের বাড়িতে এসে যাতে একটু স্বাচ্ছ঩ন্দ্যে বিশ্রাম নিতে পারেন, সেকার঩ণেই ওই সমস্ত সামগ্রী পুজোয় দেওয়া হয়। এই মন্দিরে নবমীর দিন মাকে মূল বেদি থেকে মাকে নামিয়ে একটি বিশেষ কাঠের সাজানো‑গোছানো জলচৌকিতে বসানো হয়। তিন ফুটের মাতৃ প্রতিমাকে পুজোর দিন সুসুজ্জিত বেনারসি পরানো হয়। সাজানো হয় নানা ফুলের গয়নায়। মা সেজে ওঠেন রাজ-রাজেশ্বরী রূপে। এই মন্দিরের প্রতিষ্ঠাতা প্রয়াত নীলকান্ত বন্দ্যোপাধ্যায় (সরস্বতী)। তিনি এই মন্দিরে অন্যান্য দেবদেবীর সঙ্গে মা জগদ্ধাত্রীর বিশেষ আরাধনা শুরু করেন।

    প্রাচীন এই পুজোয় প্রথম থেকেই নবমীর দিন মায়ের সামনে ছাগ বলি হয়ে থাকে। আগে চালকুমড়ো সহ নানা ফল বলি দেওয়া হতো। এখন শুধুমাত্র ফল হিসেবে আখ বলি দেওয়া হয়। এখানে মায়ের আরাধনা হয়ে থাকে তন্ত্রমতে। ওই মন্দিরের তরফে দেবাশিস ও ভোলানাথ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘এখানে মাকে ভেটকি, কাতলা মাছ ভোগের পাশাপাশি অন্যান্য ভোগও দেওয়া হয়। সেই তালিকায় থাকে সাদা ভাত, পোলাও, খিচুড়ি, ফুলকপি, বাঁধাকপি তরকারি, ধোকার তরকারি, পাঁচরকম ভাজা, তরকারি, আলুর দম, চাটনি, পায়েস, নানা ধরনের মিষ্টি, লুচি, সুজি, নারকেল নাড়ু, খই, মুড়কি ইত্যাদি। নারকেল নাড়ু বাড়িতেই তৈরি করা হয়। তবে মাকে প্রধান ভোগ হিসেবে নিবেদন করা হয় রাবড়ি। যে প্রথা প্রথম থেকেই চলে আসছে। এখানকার পুজোর বিশেষ বৈশিষ্ট্য হল এখানে চালের পাশাপাশি মুগ ডালের বিশেষ নৈবেদ্য দেওয়া হয়। এখানকার জগদ্ধাত্রী পুজোয় মোট ৭০ কেজির চাল‑ডালের খিচুড়ি, ৫০ কেজির দুধের পায়েস, ৩০ কেজি আলুর দম প্রসাদ হিসেবে বিতরণ করা হয়।

    মন্দির সূত্রে জানা গিয়েছে, জগতের কল্যাণার্থে বারো মাস প্রতিদিন এখানে সকালে হোম হয়। এই মন্দিরে অন্যান্য দেবদেবীর সঙ্গে রয়েছেন নারায়ণ শিলা। যার নাম নৃসিংহ, তিনি নিত্য পুজো পান। তিনি মন্দিরের প্রধান রক্ষী হিসেবে বিরাজমান। উত্তর কলকাতার এই মন্দিরে জগদ্ধাত্রী পুজো দেখতে শহরের বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ ভিড় জমান।
  • Link to this news (বর্তমান)