নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এসআইআর কেন্দ্রিক বৈঠক ডাকল তৃণমূল। শুক্রবার বিকেল চারটের সময় ভার্চুয়াল মাধ্যমে এই বৈঠক হবে। রাজ্য ও জেলা নেতৃত্বকে নিয়ে তৃণমূলের এই বৈঠকে থাকবেন দলের সরভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এসআইআর নিয়ে সাধারণ মানুষের পাশে থাকা এবং সহযোগিতা করার বিষয়ে পূর্ণাঙ্গ আলোচনা হবে ওই বৈঠকে। দেওয়া হবে একাধিক নির্দেশ। এদিকে আজ, বৃহস্পতিবার বুথ লেভেল এজেন্টদের সঙ্গেও সাক্ষাৎ করবে তৃণমূল নেতৃত্ব।