রাজ্যের ৬ বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য নিয়োগ, শুভেচ্ছা ব্রাত্যর
প্রতিদিন | ৩০ অক্টোবর ২০২৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টানাপোড়েন শেষ। সুপ্রিম কোর্টের নির্দেশে অবশেষে রাজ্যের ৬ বিশ্ববিদ্যালয়ে পেল স্থায়ী উপাচার্য। নতুন উপাচার্য পেল কলকাতা বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয়, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়, কাজী নজরুল বিশ্ববিদ্যালয়, বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয় এবং ঝাড়গ্রাম সাধু রামচাঁদ মুর্মু বিশ্ববিদ্যালয়।
কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন আশুতোষ ঘোষ, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের চিরঞ্জীব ভট্টাচার্য, গৌড়বঙ্গের আশিস ভট্টাচার্য, কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের উদয় বন্দ্যোপাধ্যায়, বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয়ের আবু তালেব খান, সাধু রামচাঁদ মুর্মু বিশ্ববিদ্যালয়ে উদয় চন্দ্রদীপা ঘোষ। গত সোমবার এই ৬ জনের সঙ্গে বৈঠক করেন রাজ্যপাল। তারপর বুধবার X হ্যান্ডেলে পোস্ট করেন।
উল্লেখ্য, এই সবকটি বিশ্ববিদ্যালয়ে এতদিন অস্থায়ী উপাচার্য ছিলেন। স্থায়ী উপাচার্য নিয়োগের ক্ষেত্রে রাজ্য সরকারের প্রস্তাবে রাজ্যপালের অনুমোদন প্রয়োজন। তা না পাওয়া গেলে রাজ্য সরকারের সিদ্ধান্ত কার্যকর করা যায় না। এতদিন এই নিয়েই জটিলতা চলছিল। সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ায় সেই জল। অবশেষে রাজভবন যাতে রাজ্যের প্রস্তাবে অনুমোদন দিয়ে উচ্চ শিক্ষাক্ষেত্রে এই সমস্যার অবসান ঘটায়। সেইমতো সোমবার সমস্ত টানাপোড়েন কাটিয়ে অবশেষে আট বিশ্ববিদ্যালয়ের স্থায়ী উপাচার্যের নামঘোষণা করা হল।
X হ্যান্ডেলে নবনির্বাচিত উপাচার্যদের শুভেচ্ছা জানান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও।