• সন্দেশখালি কাণ্ডের তদন্ত কতদূর? সিবিআইয়ের থেকে রিপোর্ট তলব হাই কোর্টের
    প্রতিদিন | ৩০ অক্টোবর ২০২৫
  • গোবিন্দ রায়: সন্দেশখালিতে নারী নির্যাতন ও জমি দখল জনস্বার্থ সংক্রান্ত মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল হাই কোর্ট। এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে তদন্তের অগ্রগতি নিয়ে দ্বিতীয় রিপোর্ট পেশের নির্দেশ দিল আদালত। বুধবার হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি স্মিতা দাস দের ডিভিশন বেঞ্চ ৪ নভেম্বরের মধ্যে এই রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। মামলার পরবর্তী শুনানি ২৪ নভেম্বর। এদিকে, শেখ শাহজাহানশূন্য সন্দেশখালিতে ফের নতুন করে জমি দখলের অভিযোগ উঠেছে। বেআইনিভাবে রেকর্ড তৈরি করে জমি দখল অব্যাহত বলে অভিযোগ করা হয় আদালতে। অভিযোগে, স্থানীয় রাজনৈতিক নেতাদের মদতেই বেশ কিছু জায়গায় চলছে এভাবে বেআইনি রেকর্ড করে জমি দখল।

    প্রসঙ্গত, উত্তর ২৪ পরগনার সন্দেশখালিতে শেখ শাহজাহান, উত্তম সরদার, শিবু হাজরাদের বিরুদ্ধে নারী নির্যাতন, জমি দখলের মতো চাঞ্চল্যকর অভিযোগে উত্তাল হয়ে উঠেছিল রাজ্য রাজনীতি৷ ঘটনার হাইকোর্টের একাধিক জনস্বার্থ মামলা দায়ের হয়৷ পরে তৎকালীন প্রধান বিচারপতি টিএস শিবাজ্ঞানমের নির্দেশে তদন্ত শুরু করে সিবিআই। গ্রেপ্তার হয় শেখ শাহজাহান ও তাঁর সঙ্গীরা৷ সেই মামলায় সিবিআই সন্দেশখালি মামলার প্রথম রিপোর্ট আদালতে জমা দিয়েছে। এবার তদন্তের গতি নিয়ে রিপোর্ট তলব করেছে আদালত।

    এদিকে, অভিযোগ, সন্দেশখালি থানা এলাকার নিম্ন তফসিল বর্ণিত জমি। সুখদোয়ানীতে মালিক পক্ষের অনুপস্থিতিতে বেআইনিভাবে স্থানীয় ভূমি ও ভূমি সংস্কার অফিসে কর্মরত প্রমীলা সরদারকে দিয়ে মোটা টাকার বিনিময়ে ওই জমিতে বেআইনি বর্গা রেকর্ড করা হয়েছে। যেখানে স্থানীয় নেতাদের প্রভাব রয়েছে বলেও দাবি করা হয়েছে। এনিয়ে এলআরটিটি র নির্দেশও রয়েছে। নিম্ন আদালত স্থানীয় ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক (বিএলএলআরও) কে ২০২২ সাকে সংশ্লিষ্ট জমির সমস্যা সমাধানে হস্তক্ষেপে নির্দেশ দিয়েছিল। কিন্তু তারপর তিন বছর কাটলেও কোনও সমাধান হয়নি।
  • Link to this news (প্রতিদিন)