• SIR নিয়ে বাংলায় চলছে দ্বৈরথ, বিহারে মোদীর জনসভা, আজ নজর কোন কোন খবরে?
    এই সময় | ৩০ অক্টোবর ২০২৫
  • পশ্চিমবঙ্গে SIR শুরু হয়েছে, দিনভর কী কী হয়, নজর থাকবে সে দিকে। SIR নিয়ে বিজেপি ও বিরোধীদের মধ্যে তুমুল দ্বৈরথ চলছে। SIR ঘোষণার পরেই আতঙ্কের কারণে পানিহাটিতে একজন আত্মহত্যা করেছেন বলে অভিযোগ। অন্যদিকে দিনহাটায় এক বৃদ্ধ আত্মহত্যার চেষ্টা করেছেন বলে অভিযোগ পরিবারে। বুধবার অভিষেক বন্দ্যোপাধ্যায় পানিহাটিতে প্রদীপ করের মৃৃত্যুর ঘটনায় নিশানা করেছেন মুখ্য নির্বাচন কমিশনার ও অমিত শাহকে। বৃহস্পতিবার বিষয়টি নিয়ে কোনদিকে জল গড়ায় থাকবে নজর।

    বৃহস্পতিবার বিহারে নরেন্দ্র মোদীর সভা। ছাপরা এবং মুজফফরপুরে জনসভা করবেন মোদী। প্রকাশিত হতে পারে NDA-এর ইস্তেহার। নজর থাকবে বিহারের বিধানসভা নির্বাচনের প্রচারপর্বের দিকে।

    আজ, জগদ্ধাত্রী পুজোর নবমী। চন্দননগর, ভদ্রেশ্বর, কৃষ্ণনগরে পুজোর ঢল দর্শনার্থীদের ঢল নামতে পারে। দিনভর নজর থাকবে জগদ্ধাত্রী পুজো নিয়ে। বুধবার, অষ্টমীর সন্ধ্যায় জমজমাট ছিল চন্দননগর। সন্ধ্যা গড়াতেই মানুষের ঢল নামে শহরে। প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে সকাল থেকেই ছাতা মাথায় করে চলছে প্রতিমা দর্শন। বিকেলে বৃষ্টি কমতেই মানুষের ভিড় উপচে পড়ে মণ্ডপে।

    গভীর নিম্নচাপে পরিণত ঘূর্ণিঝড় মান্থা, বাংলার বেশ কিছু জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার অন্ধ্রপ্রদেশ এবং তেলঙ্গানার উপকূলীয় এলাকায় অবস্থান করেছে এটি। আবহাওয়া দপ্তর জানিয়েছে, তারপরে অন্ধ্রপ্রদেশ ও লাগোয়া তেলঙ্গানা ধরে উত্তর-উত্তর পশ্চিমদিকে সরে গিয়ে নিম্নচাপে পরিণত হবে এটি। পশ্চিমবঙ্গেও দুর্যোগের প্রভাব থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বৃহস্পতিবার, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গেও একাধিক জায়গায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আবহাওয়ার দিকে নজর থাকবে দিনভর।

    ফাইনালে যেতে আর এক ধাপ। মেয়েদের ODI বিশ্বকাপের দ্বিতীয় সেমি ফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত ও অস্ট্রেলিয়া। দুপুর তিনটে থেকে নভি মুম্বইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামে শুরু হবে ম্যাচ। যেই দল জিতবে তারা যাবে ফাইনালে।

  • Link to this news (এই সময়)