দক্ষিণ কোরিয়ার বুসানে বৈঠকে বসেছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। বৈঠক ফলপ্রসূ হয়েছে বলে জানালেন ট্রাম্প। চিনের পণ্যে ১০ শতাংশ কর ছাড় দেওয়া হবে বলে জানিযেছেন ট্রাম্প।
ফের কৃষকদের বিক্ষোভে উত্তাল মহারাষ্ট্র। বৃহস্পতিবার সকাল থেকে নাগপুর-হায়দরাবাদ জাতীয় সড়ক (NH 44) অবরোধ করে শুরু আন্দোলন। প্রাক্তন মন্ত্রী বাচ্চু কাদুর নেতৃত্বে শুরু হয়েছে এই আন্দোলন। এনসিপি (শারদ পাওয়ার গোষ্ঠী), কিষাণ সভা এবং রাজু শেঠির দলও এই আন্দোলনকে সমর্থন করছে। কৃষি ঋণ মকুব, অকাল বৃষ্টিপাতের জেরে তাৎক্ষণিক ক্ষতিপূরণ, ফসলের ন্যূনতম সহায়ক মূল্য (এমএসপি) এবং প্রতিবন্ধীদের জন্য মাসিক ৬,০০০ টাকা ভাতার দাবিতে শুরু হয়েছে এই আন্দোলন।
ফের মেডিক্যাল কলেজের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। এক মহিলা ইন্টার্নকে মত্ত রোগীর হেনস্থার অভিযোগে উত্তাল কলকাতা মেডিক্যাল কলেজ। ঘটনাটি ঘটে সোমবার। পুলিশে অভিযোগ জানিয়েও লাভ না হওয়ায় বুধবার রাত থেকে জুনিয়র ডাক্তারদের বিক্ষোভ, অবস্থান অধ্যক্ষের অফিসে।
ফের পারমাণবিক অস্ত্র পরীক্ষা শুরু করছে আমেরিকা। প্রায় ৩০ বছর পরে এই পরীক্ষা ফের শুরু করছে ট্রাম্প প্রশাসন। ১৯৯২ সাল থেকে এই প্রক্রিয়া বন্ধ ছিল। আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, রাশিয়া এবং চিনের সম্প্রসারণশীল পারমাণবিক কর্মসূচির সঙ্গে তাল মিলিয়ে চলার প্রয়োজনীয়তার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত APEC শীর্ষ সম্মেলনের মাঝে মুখোমুখি হতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। দুই দেশের মধ্যে বাণিজ্য চুক্তি এবং অর্থনীতির স্থিতিশীলতা নিয়ে আলোচনা হতে পারে দুই দেশের রাষ্ট্রপ্রধানের মধ্যে।
কলকাতা-সহ দক্ষিণবঙ্গের কোনও কোনও জেলার আকাশ সকালের দিকে কিছুটা রোদের ঝলক দেখালেও বেলা বাড়লে মূলত মেঘলা আকাশ। উপকূল লাগোয়া এবং পশ্চিমের জেলায় ভারী বৃষ্টি। ফের বিপর্যয়ের আশঙ্কা উত্তরবঙ্গে। ঘূর্ণিঝড় মন্থা শক্তিক্ষয় করে গভীর নিম্নচাপ রূপে ছত্তিসগড়, ঝাড়খণ্ড, বিহার হয়ে আগামী কয়েক ঘণ্টার মধ্যে উত্তরবঙ্গের দোরগোড়ায়।