• বনগাঁ-শিয়ালদহ এসি ট্রেনে বিপত্তি! দরজা না খুলেই পরের স্টেশন অবধি এগিয়ে গেল ট্রেন, বিপাকে যাত্রীরা ...
    আজকাল | ৩০ অক্টোবর ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: এবার বিপত্তি বনগাঁ-শিয়ালদহ এসি ট্রেনে। গোবরডাঙা স্টেশনে খুললই না ট্রেনের দরজা। যাত্রীদের না নামিয়েই বেশকিছুটা এগিয়ে যায়  ট্রেন। পরে অবশ্য ফিরে আসে ট্রেন। আর রেলের এই পরিষেবা নিয়ে চূড়ান্ত ক্ষুব্ধ যাত্রীরা। 

    পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক দীপ্তিময় দত্ত জানান, 'ট্রেনটির একটি কামরার দরজা না খোলায় যাত্রীরা কামরার 'টক ব্যাক সিস্টেম'-এর মাধ্যমে গার্ডের সঙ্গে কথা বলেন। এরপর গার্ড দরজা খুলে দেন এবং যাত্রীরা নেমে যান। প্রাথমিকভাবে আমাদের মনে হয়েছে যান্ত্রিক ত্রুটির কারণে এই ঘটনা ঘটেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।'

    শিয়ালদহ থেকে বনগাঁ হয়ে রানাঘাটগামী এসি লোকাল ট্রেনে বুধবার সন্ধ্যায় বড়সড় বিভ্রাট। গোবরডাঙা স্টেশনে খুললই না এসি ট্রেনের দরজা। যাত্রীদের না নামিয়েই এগিয়ে যায় ট্রেন। শেষে মাঝখান থেকে আবার ফিরিয়ে আনতে হয় ট্রেনটিকে।বুধবার সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে ট্রেনটির গোবরডাঙা স্টেশনে পৌঁছনোর কথা ছিল। ট্রেন থামলেও দরজা না খোলায় যাত্রীরা কেউ প্ল্যাটফর্মে নামতে পারেননি। এরপরেই যাত্রীদের মধ্যে  আতঙ্কের সৃষ্টি হয়। এরপরই কামরার ভিতরে থাকা RPF কর্মীরা লোকো পাইলটের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে। শেষে মাঝামাঝি জায়গায় ট্রেন থামিয়ে ট্রেনটিকে আবার স্টেশনে ফিরিয়ে আনা হয়।

    প্রতিদিন এই ট্রেনে অফিস থেকে বাড়ি ফেরেন অসংখ্য নিত্যযাত্রী।কয়েক দিন আগেও মধ্যমগ্রাম স্টেশনে প্ল্যাটফর্মের উল্টো দিকের দরজা খুলে গিয়েছিল। যা নিয়ে তখনো এমন বিভ্রান্তির  সৃষ্টি হয়েছিল। বুধবার সন্ধ্যায় ট্রেনটি গোবরডাঙা স্টেশনে থামলেও ট্রেনের গেট খোলেনি। যাত্রীরা ট্রেন থেকে নামার জন্য অপেক্ষা করছিলেন। কিন্তু বেশ কিছু ক্ষণ প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকার পরে ট্রেনটি দরজা না খুলেই হঠাৎই রওনা দেয় ঠাকুরনগরের দিকে। ইতিমধ্যেই কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে রেলের দিকে নিত্যযাত্রীরা অভিযোগের আঙ্গুল তুলেছে। তাদের প্রশ্ন যখন এসি লোকাল ট্রেনের ভাড়া সাধারণ ট্রেনের থেকে অনেকগুণ বেশি তখন রেলের উচিত সাধারণ নিত্যযাত্রীদের দিকে দিকে আরো নজর দেওয়া।বুধবার সন্ধ্যার ওই সাময়িক বিভ্রাটে যাত্রীদের অনেকেই অসন্তুষ্ট।

    সম্প্রতি শিয়ালদহ–রানাঘাট শাখায় চালু হয়েছিল এসি লোকাল। তখনই জানা গিয়েছিল আরও ২ টি শাখায় চালু হবে এই বিশেষ ট্রেন। সেই মতো আজ ৫ সেপ্টেম্বর থেকে বনগাঁ ও কৃষ্ণনগর শাখায় চালু হয় এসি লোকাল। শুক্রবার রানাঘাট থেকে বনগাঁয় পৌঁছয় এসি লোকাল। বনগাঁ থেকে রওনা দেয় শিয়ালদহের উদ্দেশে। স্বাভাবিকভাবেই এই ট্রেন নিয়ে যাত্রীদের আগ্রহ ছিল চোখে পড়ার মতো। একই সঙ্গে শিয়ালদহ কৃষ্ণনগর শাখায়ও ছুটল এসি লোকাল ট্রেন। 
  • Link to this news (আজকাল)