ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) ঘিরে পরিযায়ী শ্রমিকদের ভোটাধিকারের নিরাপত্তা নিয়ে সরব হল শ্রমিকদের সংগঠন ‘পরিযায়ী শ্রমিক ঐক্য মঞ্চ’। এই প্রেক্ষিতে কেন্দ্রীয় শ্রমমন্ত্রীকে এক গুচ্ছ দাবি জানিয়ে স্মারকলিপি জমা দিয়েছে তারা।
সংগঠনের দাবি, এসআইআরের অজুহাতে দেশের লক্ষ লক্ষ পরিযায়ীর মধ্যে ধীরে-ধীরে ভোটাধিকার থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। অথচ তাঁরাই দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। ভিন্ রাজ্যে গিয়ে জীবিকা নির্বাহ করতে গিয়ে এক দিকে যেমন অমানবিক পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে, অন্য দিকে মৌলিক অধিকার ক্ষুণ্ণ হওয়ার আশঙ্কাও দেখা দিয়েছে। সংগঠনের বক্তব্য, এসআইআরের নাম করে ভোটাধিকার খর্ব করা হলে তা মেনে নেওয়া হবে না। প্রতিটি পরিযায়ী শ্রমিকের ভোট সুরক্ষিত রাখতে কমিশনকে বিশেষ ভাবে উদ্যোগী হতে হবে। প্রয়োজনে ব্লক ও পঞ্চায়েত স্তরে হেল্প ডেস্ক চালু করার দাবি জানানো হয়েছে। ভিন্ রাজ্যে কাজের সূত্রে বিশেষত বাঙালি শ্রমিকদের বারবার হয়রানির শিকার হতে হচ্ছে। তাই কেন্দ্রীয় স্তরে নজরদারি ও সুরক্ষা ব্যবস্থার দাবি তুলেছে সংগঠন।
শ্রমিক-সুরক্ষার বিষয়ে সংগঠনের আরও দাবি, কর্মক্ষেত্রে দুর্ঘটনায় নিহত শ্রমিকদের দেহ দ্রুত ফেরানো এবং সরকারি আর্থিক সহায়তা নিশ্চিত করতে হবে। আহত শ্রমিকদের দেশের যে কোনও হাসপাতালে বিনামূল্যে ক্যাশলেস চিকিৎসার সুযোগ দিতে হবে। সেই সঙ্গে, দেশের মোট পরিযায়ী শ্রমিকদের সংখ্যা ও সঠিক পরিসংখ্যান জানাতে অবিলম্বে একটি জাতীয় শ্বেতপত্র প্রকাশেরও দাবি জানানো হয়েছে। পরিযায়ী শ্রমিক ঐক্য মঞ্চের সম্পাদক আসিফ আরিফ বলেন, ‘‘এসআইআরের নামে যদি পরিযায়ী শ্রমিকদের ভোটাধিকার খর্ব করা হয়, তা কোনও ভাবেই মেনে নেওয়া হবে না। এই দাবিগুলির সঙ্গে মর্যাদা ও সামাজিক নিরাপত্তাও জড়িত। নাম বাদ পড়লে আন্দোলন হবে।’’ উত্তর দিনাজপুরে পরিযায়ী শ্রমিকদের ভোটাধিকার সুরক্ষাকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলিও সরব। তৃণমূলের জেলা নেতৃত্ব স্পষ্ট জানিয়েছেন, এক জনেরও নাম বাদ পড়লে আন্দোলনে নামবে দল। জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়ালের দাবি, ‘‘প্রতিটি ব্লক ও পঞ্চায়েত স্তরে হেল্প ডেস্ক চালু করে শ্রমিকদের পরিবারের সদস্যদের নথি জমা দেওয়ার সুযোগ দিতে হবে।’’
কংগ্রেস জেলা সভাপতি মোহিত সেনগুপ্তও বলেছেন, ‘‘প্রকৃত ভোটারের নাম বাদ পড়লে আন্দোলনে নামবে কংগ্রেস। তাঁর দাবি, ‘‘জেলার কয়েক লক্ষ মানুষ ভিন্ রাজ্যে কাজ করেন, তাঁদের ভোটাধিকার সুরক্ষিত রাখতে কমিশনকে বিশেষ ভাবে উদ্যোগী হতে হবে।’’ বিজেপি জেলা সহ-সভাপতি সুভাষ গোস্বামী বলেন, ‘‘কমিশন নিরপেক্ষ। পরিযায়ী শ্রমিকদের ভোটাধিকার রক্ষায় কমিশন যথাযথ ব্যবস্থা নেবে।’’