• আর্থিক তছরুপের নালিশ, মামলার হুমকি বিজেপির
    আনন্দবাজার | ৩০ অক্টোবর ২০২৫
  • বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প-সহ নানা খাতে ২০২৪-২৫ ও ২০২৫-২৬ অর্থবর্ষে রায়গঞ্জ ব্লক প্রশাসন ১ কোটি ৬৯ লক্ষ ৮০ হাজার ৮০৫ টাকা খরচ করেছে বলে দাবি। সেই খরচের হিসাবের তথ্য সামনে এনে ব্লক প্রশাসনের বিরুদ্ধে লক্ষ লক্ষ টাকা তছরুপের অভিযোগ তুলে আন্দোলনে নামল বিজেপি।

    বুধবার দুপুরে রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা মলয় সরকারের নেতৃত্বে সমিতির বিজেপির সদস্যেরা রায়গঞ্জ ব্লক অফিস চত্বরে বিক্ষোভ দেখান। মলয় বিডিওর কাছে আইনজীবীর নোটিসও পাঠান। সেই নোটিসে তাঁর আইনজীবী তন্ময় রায় মলয়ের তরফে ১৫ দিনের মধ্যে ওই টাকা খরচের হিসেব সংক্রান্ত বিভিন্ন নথি চেয়েছেন বিডিওর কাছে। মলয়ের অভিযোগ, সরকারি টাকা তছরুপের ঘটনায় পঞ্চায়েত সমিতির তৃণমূলের সভাপতি জয়শ্রী ব্যাপারি বর্মণও জড়িত রয়েছেন। বিডিও শারং তামাং এই বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি। তিনি বলেন, “নোটিস হাতে পেলে উপযুক্ত ব্যবস্থা নেব।” তবে, সমিতির সভাপতি জয়শ্রীর দাবি, “বিজেপি রাজনৈতিক স্বার্থে মিথ্যা অভিযোগ তুলছে। সরকারি টাকা তোলার চেক-এ সই করার ক্ষমতা একমাত্র বিডিওর রয়েছে।”

    মলয়ের দাবি, কিছু দিন আগে তিনি সরকারি পোর্টাল থেকে রায়গঞ্জ ব্লক প্রশাসনের ২০২৪-২৫ ও ২০২৫-২৬ অর্থবর্ষে পঞ্চদশ অর্থ কমিশনের ‘টায়েড’ ও ‘আনটায়েড’ তহবিলের ১ কোটি ৬৯ লক্ষ ৮০ হাজার ৮০৫ টাকা খরচের হিসেবের তথ্য সংগ্রহ করেন। মলয়ের দাবি, সেই তথ্য অনুযায়ী, ব্লক প্রশাসন অডিট বাবদ ১ লক্ষ ৪৬ হাজার ৪৩ ও ১ লক্ষ ৪০ হাজার ৫৬ টাকা খরচ করেছে। ব্লক অফিসে শিশুদের খেলাধূলার ক্রেশ তৈরির খরচ বাবদ চার দফায় প্রায় তিন লক্ষ টাকা খরচ দেখানো হয়েছে। অতিথিদের রিসেপশন খরচ বাবদ চার দফায় প্রায় দেড় লক্ষ টাকা তুলে নেওয়া হয়েছে। পানীয় জল, গাড়ি ভাড়া, ব্লক অফিস সংস্কার বাবদ লক্ষ লক্ষ টাকা খরচ করা হয়েছে। মলয় বলেন, “ব্লক প্রশাসন সরকারি তহবিলের লক্ষ লক্ষ টাকা তছরুপ করেছে। পঞ্চায়েত সমিতির সভাপতিও আর্থিক তছরুপে জড়িত। রিসেপশন বাবদ ব্লক প্রশাসন এক বছরে চা, বিস্কুট ও জলের খরচ ৪৩ হাজার ৫৬৫ টাকা দেখিয়েছে। ১৫ দিনের মধ্যে ব্লক প্রশাসন খরচের কাজের টেন্ডার কিংবা ওয়ার্কঅর্ডার নোটিস, খরচ-রসিদ, পূর্ত ও অর্থ স্থায়ী সমিতিতে টাকা খরচের সিদ্ধান্তের প্রতিলিপি-সহ অন্য তথ্য না দিলে আদালতে মামলা করতে বাধ্য হব।”
  • Link to this news (আনন্দবাজার)