• বৃষ্টিতে মাটি ধুয়ে পিচ্ছিল পথ, উল্টে গেল একাধিক মোটরবাইক
    আনন্দবাজার | ৩০ অক্টোবর ২০২৫
  • রাস্তায় পড়ে থাকা মাটি বৃষ্টিতে ধুয়ে রাস্তা হয়ে গিয়েছে কর্দমাক্ত, পিচ্ছিল। সেই পিচ্ছিল পথ ধরে যেতে গিয়ে উল্টে গেল একাধিক মোটরবাইক। কয়েক জন চালক আহত হয়েছেন বলেও স্থানীয় সূত্রের দাবি। তবে, সৌভাগ্যক্রমে বড় অঘটন ঘটেনি।

    বুধবার সকালে এমনই দৃশ্য দেখা গেল নিউ টাউনের বিশ্ব বাংলা সরণিতে, বন্দের মোড় থেকে যাত্রাগাছির দিকে যাওয়ার অংশে। স্থানীয়দের একাংশের অভিযোগ, নির্মাণকাজের জন্য রাতে ডাম্পারে মাটি নিয়ে যাওয়া হয়েছিল। সেই মাটি রাস্তায় পড়ে। আর রাতভর ঝিরঝিরে বৃষ্টিতে তা ধুয়ে পিচ্ছিল হয়ে যায় গোটা পথ। এ দিন সকালে যাঁরা ওই পথ ধরে কর্মস্থলে যাচ্ছিলেন, তাঁদের একাংশের বাইকের চাকা পিছলে যায় ভিজে রাস্তায়।

    নিউ টাউন ট্র্যাফিক পুলিশের তরফ থেকে প্রথমে বিশ্ব বাংলা সরণির ওই অংশ বন্ধ করে দেওয়া হয়। পরে বাইকচালকদের জন্য সার্ভিস রোড নির্দিষ্ট করা হয়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে আসেন বিধাননগরের এক পুলিশকর্তা। খবর যায় হিডকো-র কাছেও। সংস্থার কর্মীরা এসে মাটি সরানোর কাজ করেন।

    স্থানীয়দের একাংশ জানাচ্ছেন, নিউ টাউনে বিভিন্ন নির্মাণ প্রকল্পের জন্য বিশ্ব বাংলা সরণি ধরে ডাম্পারে মাটি নিয়ে যাওয়া হয়। কিন্তু সেই মাটি ঢেকে নিয়ে যাওয়ার ব্যবস্থা নেই। ফলে, কিছু মাটি রাস্তায় পড়ে। তা ভিজে গেলে রাস্তা পিচ্ছিল হয়ে যায়। এ দিন যেমন পরিস্থিতি হয়েছিল, তাতে আরও বড় দুর্ঘটনা ঘটতে পারত বলেও বক্তব্য স্থানীয়দের।

    তবে পুলিশ ও হিডকো সূত্রের খবর, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দ্রুত পদক্ষেপ করা হয়েছে। রাস্তার ওই অংশে গার্ডরেল বসিয়ে যান চলাচল বন্ধ করা হয়। পরে জল দিয়ে ধুয়ে, মাটি সরিয়ে দিয়ে রাস্তা আগের অবস্থায় ফেরানোর পরে যান চলাচল স্বাভাবিক হয়।
  • Link to this news (আনন্দবাজার)