• যাদবপুরে পোস্ট অফিসে প্রতারণা! গ্রাহকদের না জানিয়ে তুলে নেওয়া হল কোটি কোটি টাকা! ধৃত এজেন্ট
    আনন্দবাজার | ৩০ অক্টোবর ২০২৫
  • পোস্ট অফিসের গ্রাহকদের কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগ যাদবপুরে! ভুয়ো পাসবইয়ের সাহায্যে অভিনব কায়দায় অন্তত ৭০ জন গ্রাহকের থেকে হাতিয়ে নেওয়া হল কোটি কোটি টাকা। ঘটনায় অভিযোগ দায়ের হয়েছে যাদবপুর থানায়। অভিযোগের ভিত্তিতে এক এজেন্টকে গ্রেফতার করেছে পুলিশ। সংশ্লিষ্ট পোস্ট অফিসের সামনে বিক্ষোভও দেখিয়েছেন গ্রাহকদের একাংশ।

    প্রতারিত গ্রাহকেরা জানিয়েছেন, অভিযুক্ত এজেন্টের নাম সিদ্ধার্থ করঞ্জায়ী। অভিযোগ, ওই এজেন্টকে বিশ্বাস করে তাঁকে দিয়েই পোস্ট অফিসে টাকা জমা দেওয়া থেকে শুরু করে টাকা তোলার মতো যাবতীয় কাজ সারতেন গ্রাহকেরা। কিন্তু সম্প্রতি কয়েক জন পোস্ট অফিসে গিয়ে জানতে পারেন, তাঁদের যে পাসবুক দেওয়া হয়েছে, সেগুলি ভুয়ো। আদতে প্রতারণা করে তাঁদের অ্যাকাউন্ট থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। বিষয়টি প্রকাশ্যে আসার পরেই তাঁরা পুলিশের দ্বারস্থ হন। তদন্তে নেমে গত শনিবার ওই এজেন্টকে গ্রেফতার করেছে পুলিশ।

    অভিযোগ, অন্তত ৬০-৭০ জন গ্রাহককে এ ভাবে প্রতারণা করা হয়েছে। এঁদের মধ্যে কারও কাছ থেকে ৭৫ লক্ষ, আবার কারও কাছ থেকে কোটিরও বেশি টাকা হাতিয়ে নেওয়া হয়েছে বলে দাবি।
  • Link to this news (আনন্দবাজার)