‘দশটা মুসলিম মেয়েকে হিন্দু বানালে মিলবে চাকরি’, উত্তরপ্রদেশে বিজেপি নেতার মন্তব্যে বিতর্কের ঝড়
প্রতিদিন | ৩০ অক্টোবর ২০২৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুসলিম মেয়েদের ফুসলে তাঁদের ধর্ম বদলে হিন্দু করতে পারলে চাকরির গ্যারান্টি! প্রকাশ্যেই উত্তরপ্রদেশের দোমারিয়াগঞ্জের প্রাক্তন বিজেপি বিধায়ক রাঘবেন্দ্র প্রতাপ সিংয়ের এহেন মন্তব্যের ভিডিও ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। সিদ্ধার্থনগর জেলার হিন্দু ছেলেদের উদ্দেশে রাঘবেন্দ্রে বলেন, “কম সে কম দশ মুসলমান লেড়কি লাও!” তিনি ওই মেয়েদের সঙ্গে তাঁদের বিয়ে, এমনকী, চাকরির ব্যবস্থাও করে দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। যদিও অস্বস্তিতে পড়ে বিজেপি তাঁর মন্তব্যের দায় নেয়নি। তবে রাঘবেন্দ্র তার পরও অনড়। জানান, নিজের এলাকায় তিনি একটা বার্তা দিতে চেয়েছেন। সেখানে মুসলিমরা সংখ্যাগুরু। মুসলিম ছেলেরা হিন্দু মেয়েদের প্রেমের ফাঁদে জড়িয়ে বিয়ে করে তাঁদের ধর্ম বদলে বাধ্য করছে। গেরুয়া শিবিরের এমন অভিযোগ বহুদিনের। তার বদলা নিতেই রাঘবেন্দ্রের এই উদ্যোগ।
সম্প্রতি এলাকার হিন্দু ঘরের দু’টি মেয়ে মুসলিম যুবকদের সঙ্গে পালিয়ে গিয়ে বিয়ে করেছেন। সেই প্রসঙ্গ টেনে এক স্থানীয় সভায় রাঘবেন্দ্রের প্রশ্ন, একটা হিন্দু মেয়ে মুসলিম ছেলের সঙ্গে চলে গেলে তা কি গোটা হিন্দু সমাজের অপমান নয়! তার পরই তাঁর ব্যাখ্যা, এদিকের দু’জন গেলে ওদিক থেকে দুটোকে নিয়ে আসা যথেষ্ট নয়। অন্তত দশটা মুসলিম মেয়ে আনতে হবে। তাঁদের হিন্দু করতে হবে। তিনি বলেন, “আমরা বিয়ে, নিরাপত্তার আয়োজন, চাকরি? সব করে দেব।” এরপর তিনি যুবকদের উদ্দেশে প্রশ্ন ছুড়ে দেন, ক’জন তৈরি আছ, হাত তোলো! তাঁর এই প্রশ্নের পর কয়েকজন হাতও তোলে ‘জয় শ্রী রাম’ ধ্বনির মধ্যে।
আগের জমানায় হিন্দুরা ভয়ে ভয়ে থাকতেন, কিন্তু যোগী আদিত্যনাথের আমলে তাঁদের কোনও ভয় নেই বলেও মন্তব্য করেছেন তিনি। কংগ্রেস, সমাজবাদী পার্টি, মায়াবতীর দল, একসুরে সকলেই রাঘবেন্দ্রর মন্তব্যের নিন্দা করে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি তুলেছে। সবারই মত, উসকানিমূলক, লজ্জাজনক কথা বলেছেন তিনি।