আয়না ভাঙার ‘শাস্তি’, ২ কিমি ধাওয়া করে বাইক চালককে পিষে মারল গাড়ি! বেঙ্গালুরুর পথে নৃশংসতা
প্রতিদিন | ৩০ অক্টোবর ২০২৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বেঙ্গালুরুর রাস্তায় চারচাকা গাড়ির আয়নায় ধাক্কা মারে একটি মোটরবাইক। সামান্য এই দুর্ঘটনাতে ভয়ংকর ক্ষিপ্ত হন গাড়িতে থাকা মনোজ কুমার এবং তাঁর স্ত্রী আরতি শর্মা। বদলা নিতে বাইকের পিছনে ধাওয়া করেন তাঁরা। প্রায় দুই কিলোমিটার ধাওয়া করে ধাক্কা মারেন ওই বাইকে। এই ঘটনায় বাইকে থাকা দু’জনের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। পুলিশ গ্রেপ্তার করেছে অভিযুক্ত দম্পতিকে।
পুলিশ জানিয়েছে, ২৫ অক্টোবর রাতে ঘটনাটি ঘটে বেঙ্গালুরু শহরের পুত্তেনাহালি এলাকায়। গাড়ির ধাক্কায় মৃত ব্যক্তির নাম দর্শন। তিনি বাইক চালাচ্ছিলেন। পিছনে বসেছিলেন বন্ধু বরুণ। ছোট দুর্ঘটনা ঘটে বাইক-গাড়ির। তাতে মনোজ-আরতির গাড়ির আয়না ক্ষতিগ্রস্ত হয়েছিল। এরপরেই প্রায় দুই কিলোমিটার ধাওয়া করে বাইকে ধাক্কা মারেন অভিযুক্তরা। রাস্তায় ছিটকে পড়েন দর্শন ও বরুণ। বরুণ গুরুতর আহত হলেও বেঁচে যান। কিন্তু দর্শনের মৃত্যু হয়েছে।
সিসিটিভি ফুটেজে মনোজ-আরতির নৃশংসতা দেখে অবাক হন পুলিশকর্তারা। প্রথম চেষ্টায় ধাক্কা মারতে না পারায় ইউ টার্ন করে বাইকে তীব্র গতি তুলে ধাক্কা মারেন অভিযুক্তরা। পুলিশ স্পষ্ট করেছে, গুরুতর আহত হয়ে রাস্তায় পড়ে থেকে দর্শনের মৃত্যু হয়েছে। আহতদের চিকিৎসার ব্যবস্থা না করে প্রমাণ লোপাট করতে দুর্ঘটনাস্থল থেকে গাড়ি ভাঙা অংশ কুড়িয়ে নিয়ে পালিয়ে যান মনোজ কুমার এবং আরতি শর্মা। শুরুতে দুর্ঘটনার মামলা হলেও সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার পর দম্পতির বিরুদ্ধে খুনের মামলা দায়ের করেছে পুলিশ।